7 অক্টোবর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days সেল, পাওয়া যাবে আকর্ষণীয় অফার এবং দুর্দান্ত ছাড়

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ভারতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত Flipkart Big Billion Days সেল। এবার শপিং সাইট ফ্লিপকার্ট এই সেলের দিনক্ষণ ঘোষণা করে জানিয়ে দিয়েছে। বিভিন্ন উৎসবের মরশুমের আগে আয়োজিত  Flipkart Big Billion Days সেল আগামী 7 অক্টোবর শুরু হবে এবং চলবে 12 অক্টোবর পর্যন্ত। ছয় দিনব্যাপী এই সেলে ওয়েবসাইটে ইলেকট্রনিক্স, ফ‍্যাশন, বিউটি, ফুড সহ অন‍্যান‍্য বিভিন্ন ক‍্যাটাগরির প্রোডাক্টে প্রচুর পরিমাণে ডিলস এবং ডিসকাউন্ট পাওয়া যাবে। জানিয়ে রাখি Flipkart Plus মেম্বারদের জন্য সেল 6 অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে।

জানা গেছে ব‍্যাঙ্ক অফার

Flipkart Big Billion Days সেলে Axis Bank এবং ICICI Bank এর ডেবিট ও ক্রেডিট কার্ডের ব‍্যবহারে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও সেল চলাকালীন কেনাকাটা করলে ফ্লিপকার্ট গ্ৰাহকদের পেটিএম ক‍্যাশব‍্যাক দেবে।

লঞ্চ হবে নতুন প্রোডাক্ট

Big Billion Days সেলে ফ্লিপকার্টে বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টে এই সেল উপলক্ষে তৈরি করা মাইক্রো ওয়েবসাইটে “Reveal Calendar” সেকশনে লঞ্চ সম্পর্কে ডিটেইলস শেয়ার করা হয়েছে। ফ্লিপকার্ট জানিয়েছে ছয়টি স্মার্টফোন কোম্পানি এই সেলের সময় এবং আগে তাদের ফোন লঞ্চ করবে। আগামী 24 সেপ্টেম্বর Realme Narzo 50 লঞ্চ করা হবে। এরপর 28 সেপ্টেম্বর স‍্যামসাং ফোন লঞ্চ করবে। এছাড়া 30 সেপ্টেম্বর Poco এবং Vivo নতুন স্মার্টফোন লঞ্চ করবে। 1 অক্টোবর স্মার্টফোন লঞ্চ করবে মোটোরোলা।

পাওয়া যাবে আকর্ষণীয় ডিসকাউন্ট

ফ্লিপকার্টের এই সেলে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ ক‍্যাটাগরির ল‍্যাপটপ, হেল্থ কেয়ার ডিভাইস, স্মার্ট ওয়‍্যারেবল, হেডফোন ও স্পীকার সহ অন‍্যান‍্য প্রোডাক্টে 80 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এক‌ইভাবে ফ্লিপকার্টে টিভির দামে 70 শতাংশ এবং রেফ্রিজারেটরের দামে 50 শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। এছাড়াও অন‍্যান‍্য হোম অ্যাপ্লায়েন্সে থাকবে 70 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

Flipkart এর এই সেলে প্রতিদিন 12AM, 8AM এবং 4PM এর সময় নতুন ডিলস রিভিল করা হবে। এছাড়াও প্রত‍্যেক ঘন্টায় থাকছে রাশ আওয়ার সেল এবং ফ্ল‍্যাশ সেল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here