মহাকাশে ঘটবে বিস্ময়কর ঘটনা! একই সরলরেখায় থাকবে চাঁদ, পৃথিবী, মঙ্গল ও সূর্য

মহাকাশ মানেই অজস্র রহস্যে আবৃত এক জগত। মহাকাশে এমন অনেক ঘটনা ঘটে থাকে যেগুলো আমাদের কল্পনার ঊর্ধ্বে।এরকমই একটি বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে আগামীকাল অর্থাৎ 7ই ডিসেম্বর 2022 এ। 7ই ডিসেম্বর পূর্ণিমা রয়েছে এবং এদিন রাতে চাঁদ, মঙ্গল, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় আসতে চলেছে।

7 ডিসেম্বর, চাঁদ, মঙ্গল, পৃথিবী এবং সূর্য একটি সরল রেখায় থাকবে এবং এই অদ্ভুত এই দৃশ্যটি খালি চোখে দেখা যাবে। কালকের পূর্ণিমার রাত হতে চলেছে একেবারেই অন্যরকম। সূর্য আমাদের পৃথিবীর পিছনে, চাঁদ আমাদের সামনে এবং মঙ্গল সেই চাঁদের পিছনে! যা একই সরলরেখায় আসতে চলেছে। বহু বছর পর এই অদ্ভুত ঘটনাটির পুনরাবৃত্তি ঘটতে চলেছে এবং আমরা এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পারব।

একই সরলরেখায় থাকবে তারা, গ্রহ এবং উপগ্রহ

এমন দৃশ্য খুব কমই দেখা গেছে যখন একটি নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ এক সরলরেখায় এসেছে। সূর্য একটি নক্ষত্র হলেও পৃথিবী এবং মঙ্গল একটি গ্রহ। চাঁদ একটি উপগ্রহ। এই ঘটনাটি যখন ঘটবে সেইসময় আকাশে অন্যরকম সুন্দর আলোর বিচ্ছুরণ দেখা যাবে। মঙ্গল গ্রহ চলন্ত চাঁদের আড়ালে লুকিয়ে থাকবে এবং পূর্ণিমার কারণে চাঁদ ও মঙ্গলের এই মিলন স্পষ্ট দেখা যাবে।

ভারতে দেখা যাবে রঙিন মঙ্গল গ্রহ

যখন এই বিস্ময়কর দৃশ্যটি ঘটবে তখন ভারতে সকাল হয়ে যাবে। যার মানে ভারতে তখন 8 তারিখ শুরু হয়ে যাবে। আমেরিকার মানুষ তাদের স্থানীয় সময় অনুযায়ী রাত 11 টা 08 মিনিটে এই অনন্য দৃশ্যটি দেখতে পাবে। ভারতেও মঙ্গল ও চাঁদকে একে অপরের খুব কাছাকাছি দেখা যাবে। মজার বিষয় হল সকাল হয়ে যাওয়ায় যখন মঙ্গলে সূর্যের আলো পড়বে, তখন মঙ্গলগ্রহ উজ্জ্বল কমলা-হলুদ রঙের দেখাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here