মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারীযুক্ত নতুন ফোন

স্মার্টফোনের স্পেসিফিকেশন যতই অ্যাডভান্স হোক না কেন যতক্ষণ না সেই ফোনের ব‍্যাটারী চার্জ হচ্ছে ততক্ষণ সেটি কোনো কাজের নয়। অনেক স্মার্টফোন ইউজার এমন আছেন যারা সব সময় বড় ব‍্যাটারীযুক্ত স্মার্টফোনের খোঁজ করেন। সেই সব ইউজারদের কথা মাথায় রেখে আজ টেক কোম্পানি জিওনি ভারতের মার্কেটে Gionee Max Pro নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 6,999 টাকা।

আরও পড়ুন: ওয়ানপ্লাসের প্রস্তুতি: 8 মার্চ জানা যাবে OnePlus 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস

Gionee Max Pro 

কোম্পানি তাদের নতুন Gionee Max Pro তে 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড ও 1560 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ আই ফুল ভিউ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্প্রেডট্রাম 9863এ চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Gionee Max Pro তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের বোকে লেন্স রয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ক‍্যামেরা নাইট মোড, এইচডিআর মোডসহ অন‍্যান‍্য আকর্ষণীয় ফিচারযুক্ত।

আরও পড়ুন: 11 মার্চ ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত সস্তা Samsung Galaxy M12 স্মার্টফোন

Gionee Max Pro ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে গুগল অ্যাসিসটেন্ট বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে রিভার্স চার্জিং টেকনিকযুক্ত 6,000 এম‌এএইচের ব‍্যাটারী রয়েছে। অর্থাৎ ওটিজির মাধ্যমে এই ফোন থেকে অন্য ফোন চার্জ করা যায়।

দাম

ভারতে Gionee Max Pro ফোনটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। আগামী 8 মার্চ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে Gionee Max Pro ফোনটি মাত্র 6,999 টাকা দামে ও Red, Royal Blue এবং Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here