Google Pixel 3a ও Google Pixel 3a XL লিস্টেড হল ফ্লিপকার্টে, 8 মে ভারতে হবে লঞ্চ

গুগল ঘোষণা করেছে তারা তাদের পিক্সেল সিরিজে বড় পরিবর্তন করতে চলেছে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে কোম্পানি এবার হাইএন্ড ফ্ল‍্যাগশিপ সেগমেন্টের বাইরেও পিক্সেল ডিভাইস লঞ্চ করবে। কোম্পানি আগামী 7 মে Pixel 3a ও Pixel 3a XL নামে দুটি সস্তা ফোন লঞ্চ করবে। কোম্পানি ইন্ডিয়ান ফ‍্যানদের কথা মাথায় রেখে গুগল সস্তা পিক্সেল ফোনের ভারতের লঞ্চ ডেট‌ও ঘোষণা করে দিয়েছে। আন্তর্জাতিক লঞ্চের পর 8 মে গুগলের নতুন পিক্সেল ফোন ভারতে চলে আসবে। শপিং সাইট ফ্লিপকার্টে গুগল ইভেন্টের জন্য প্রোডাক্ট পেজ বানিয়ে দেওয়া হয়েছে।

শাওমি ফোন অর্ডার করেছেন? ডেলিভারি ধরে নিন ভগবানের কৃপা!

গুগল কিছু দিন আগে একটি টিজার রিলিজ করে জানিয়েছিল 7 মে কোম্পানি পিক্সেল ইউনিভার্সে বড় পরিবর্তন করতে চলেছে। এই দিন আমেরিকার সান ফ্রান্সিসকোতে Google I/O এর সূচনা করতে চলেছে, যেখানে গুগলের পক্ষ থেকে সফটওয়্যার, অ্যাপ ও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নতুন কিছু ঘোষণা করা হবে। এই ইভেন্টের মঞ্চেই কোম্পানির নতুন সস্তা পিক্সেল ফোন টেক জগতের সামনে আসবে।

এদিকে ভারতের শপিং সাইট ফ্লিপকার্ট গুগলের জন্য প্রোডাক্ট পেজ বানিয়ে নতুন পিক্সেল ডিভাইসের ভারতে লঞ্চের পরিস্থিতি সম্পর্কে বুঝিয়ে দিয়েছে। ফ্লিপকার্টে 8 মে তারিখটির উল্লেখ করে “সঙ্গে থাকুন” বলা হয়েছে। সাধারণ ভাবে আশা করা হচ্ছে আপাতত Pixel 3a ও Pixel 3a XL ফোনদুটি লঞ্চ করা হবে। 8 মে ভারতে ফোনদুটি লঞ্চ করার পূর্ণ সম্ভাবনা আছে। ফোনগুলির সেল সম্পর্কে তথ্য লঞ্চের পর‌ই জানা যাবে।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Samsung Galaxy A70 এর সেল শুরু, জেনে নিন কিভাবে কিনবেন

স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী গুগল Pixel 3a এ 5.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে এবং Pixel 3a XL এর ক্ষেত্রে 6 ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে। এই দুটি ফোন ক্লিয়ারলি হোয়াইট, জাস্ট ব্ল‍্যাক ও বেয়ন্ড ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। Pixel 3a তে অ্যাক্টিভ এজ, টাইটান এইম সিকিউরিটি ও ই-সিমের মতো ফিচার থাকবে। লিক অনুযায়ী Pixel 3 এর লাইট ভার্সনে গুগল 4 জিবি র‍্যাম দিতে পারে। এই ফোনে 32 জিবি ও 64 জিবি স্টোরেজ থাকতে পারে।

রিপোর্টে বলা হয়েছে এই ফোনগুলির ক‍্যামেরা পারফরম্যান্স Pixel 3a ও Pixel 3a XL এর মতোই হবে। অর্থাৎ কোম্পানি লাইট ভার্সনেও ক‍্যামেরা নিয়ে কোনো কিপটেমি করতে চায় না। লিকে ফোটোগ্ৰাফির ব‍্যাপারে বলা হয়েছে Pixel 3a এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। জানা গেছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 2,915 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

শুরু হল Redmi Note 7 Pro এর অফলাইন সেল, তাও চলছে কাড়াকাড়ি, জেনে নিন কারণ

দাম
গত সপ্তাহে ইন্টারনেটে Pixel 3a ও Pixel 3a XL এর দাম‌ও লিক হয়েছে। এই লিকে বলা হয়েছে Pixel 3a 490 ইউএস ডলার পর্যন্ত দামে লঞ্চ করা হতে পারে। এই দাম ফোনের 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ধার্য করা হয়েছে। Pixel 3a XL এর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 ইউএস ডলার বলা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 34,000 টাকা ও 41,000 টাকার সমান।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here