চলে এল প্রিমিয়াম ডিজাইনযুক্ত Realme GT 5G এর ফার্স্ট লুক, 64MP ক‍্যামেরার সঙ্গে আসবে মার্কেটে

টেক কোম্পানি রিয়েলমি তাদের আপকামিং স্মার্টফোন যেটি প্রথমে Realme Race নামে সামনে আসে এবং পরে জানা যায় আসলে সেটি Realme GT 5G নামে পেশ করা হবে, সেই ফোনটি আগামী 4 মার্চ লঞ্চ করা হবে। ফ্ল‍্যাগশিপ ফোনটি লঞ্চের আগেই কোম্পানি তাদের Realme GT 5G ফোনটির দুটি পোস্টার শেয়ার করে দিয়েছে। এই পোস্টারে ফোনটির রেয়ার প‍্যানেলের ছবি দেখানো হয়েছে। লুক ছাড়াও পোস্টার থেকে জানা গেছে এই ফোনে 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। অন্য একটি Realme GT 5G এর ব‍্যানারে MWC শাংঘাই কথাটি লেখা আছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, চীনের শাংঘাই শহরে আগামীকাল অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সূচনা হতে চলেছে।

আরও পড়ুন: Redmi 9 Power এখন আরও শক্তিশালী, ভারতে এল 6GB RAM ভেরিয়েন্ট, জেনে নিন দাম

ডিজাইন

অফিসিয়াল Realme GT 5G এর পোস্টারে দেখানো ফোনের নিচের প‍্যানেলে লাউডস্পীকার, ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। ফোনটির ডান দিকের প‍্যানেলে পাওয়ার বাটন দেখা যাচ্ছে। অথচ অডিও বাটন দেখা যায়নি, তাই মনে করা হচ্ছে ফোনের বাঁ দিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন থাকবে। Realme GT 5G এর ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা সেট‌আপের পাশাপাশি লম্বা এল‌ইডি মডিউল অবস্থিত। উল্লেখ্য রেন্ডারে ক‍্যামেরা বাম্প দেখা যায়নি।

স্পেসিফিকেশন

জানা গেছে Realme GT 5G ফোনে কোয়ালকমের ফ্ল‍্যাগশিপ স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হবে। এর আগে লিক থেকে জানা গিয়েছিল এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফির জন্য পাঞ্চ হোল কাট‌আউটযুক্ত এমোলেড ডিসপ্লে থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই আপকামিং রিয়েলমি ফোনে 12 জিবি র‍্যাম দেওয়া হতে পারে।

আরও পড়ুন: 5G নয় 4G নেটওয়ার্কের সঙ্গে ভারতে আসছে POCO X3 Pro, জেনে নিন মার্চের কোন দিন লঞ্চ

লঞ্চ হতে পারে প্রো ভার্সন

আজকাল টেক জগতে গুজব শোনা যাচ্ছে যে এই ফোনটির একটি প্রো ভার্সন‌ও লঞ্চ করা হতে পারে। প্রো ভার্সন লঞ্চ হলে তাতে 160 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেখা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 125 ওয়াট আল্ট্রাডার্ট ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।

TENAA লিস্টিং

কয়েক দিন আগেই এই ফোনটি RMX2202 মডেল নাম্বারের সঙ্গে TENAA ও 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ওয়েবসাইটে বলা হয়েছে কোম্পানি চীনে তাদের Realme GT 5G ফোনটি এই এক‌ই মডেল নাম্বারের সঙ্গে লঞ্চ করবে। টেনা লিস্টিঙে ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ও রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউলের সঙ্গে দেখানো হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here