দাম কমলো Nokia 4.2 এবং Nokia 3.2 এর, প্রতিযোগিতায় পড়বে Realme-Redmi

এই মাসে বার্লিনে আয়োজিত IFA 2019 ইভেন্টের মঞ্চে Nokia এক সঙ্গে পাঁচটি নতুন মোবাইল ফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Nokia 110, Nokia 800 Tough, Nokia 2720 Flip এই তিনটি ফিচার ফোন এবং Nokia 6.2 ও Nokia 7.2 এই দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই মাসেই ভারতে এই ফোনগুলি আনবে, তবে এখনও পর্যন্ত ডেট ঘোষণা করেনি। কিন্তু অন‍্যদিকে কোম্পানি নতুন ফোন আনার আগেই ভারতীয় মার্কেটে সেল করা হয় এমন দুটি সস্তা স্মার্টফোন Nokia 3.2 এবং Nokia 4.2 এর দাম কমিয়ে দিয়েছে। 

Exclusive : লঞ্চের আগেই চলে এলো Vivo U10 এর লাইভ ইমেজ, দেখে নিন ফোনটির ডিজাইন

Nokia 3.2 ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি মেমরি এবং 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরিযুক্ত দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে লঞ্চের সময় এই ফোনটির 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 8,990 টাকা এবং ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 10,790 টাকা দামে পেশ করা হয়েছিল। কিন্তু এখন দাম কমানোর পর Nokia 3.2 ফোনটির 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 7,990 টাকা এবং ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 8,999 টাকার বিনিময়ে কেনা যাবে। 

কোম্পানি Nokia 4.2 এর দাম‌ও সরাসরি 1,500 টাকা কমিয়ে দিয়েছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন প্রাইস কাটের পর Nokia 4.2 এর দাম কমে 9,499 টাকা হয়ে গেছে। এই দুটি ফোনের দাম পাকাপাকি ভাবে কমানো হয়েছে এবং এই নতুন দামে Nokia 3.2 এবং Nokia 4.2 ফোনদুটি যে কোনো প্ল‍্যাটফর্ম থেকে কেনা যাবে।

Samsung Galaxy A50s না Redmi K20, কে জিতবে ইউজারদের মন?

Nokia 4.2

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5.71 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 720 × 1520 পিক্সেল। এই ফোনের স্ক্রিনের আসপেক্ট রেশিও 19:9। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

 ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Nokia 4.2 আউট অফ দ‍্য বক্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে।

Exclusive : লিক হলো Vivo V17 Pro এর লাইভ ইমেজ

Nokia 3.2

এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির এইচডি+ স্ক্রিন আছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত অ্যান্ড্রয়েড ওয়ান ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। 

ফোটোগ্ৰাফির জন্য Nokia 3.2 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Nokia 3.2 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here