কেমন হবে Google Pixel 6 ও Google Pixel 6 Pro এর লুক? জেনে নিন নতুন ডিজাইনের বিশেষত্ব

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে শীঘ্রই লঞ্চ হতে পারে Google Pixel 6 ও Google Pixel 6 Pro। লঞ্চের আগেই গুগলের আগামী স্মার্টফোনের রেন্ডার লিক হয়ে গেছে, এতে নতুন ডিজাইন দেখা গেছে। Apple সম্পর্কিত লিক শেয়ার করা জনপ্রিয় টিপস্টার জন প্রসার এই ইমেজ শেয়ার করেছেন। এবার তিনি গুগলের আপকামিং পিক্সেল স্মার্টফোন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য শেয়ার করেছেন। জন প্রসার তাঁর ইউটিউব চ‍্যানেল ফ্রন্ট পেজ টেকে Google Pixel 6 ও Google Pixel 6 Pro ফোনের ডিজাইন শেয়ার করেছেন। তিনি Ian Zelbo (@RendersbyIan) এর সঙ্গে হাত মিলিয়ে এই ডিজাইন শেয়ার করেছেন। এই ইমেজের মাধ্যমে গুগলের আগামী পিক্সেল স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ইউনিক ক‍্যামেরা ব্রিজ দেখা গেছে। এই ফোন কোম্পানির আগে লঞ্চ করা অন‍্যান‍্য ফোনের মতো ডুয়েল টোন ফিনিশের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

গুগল এই বছর Google Pixel 6 ও Google Pixel 6 Pro লঞ্চ করবে। তবে এই বছর ‘XL’ মডেল পেশ করবে না। গুগলের এই আগামী ফোনদুটি দেখতে অনেকটাই এক রকম, ফোন দুটির সাইজ ও ফিচার আলাদা হতে পারে। মনে করা হচ্ছে, Google Pixel 6 ফোনটি সাইজে ছোট হবে এবং এতে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। Google Pixel 6 Pro ফোনটি বড় হ‌ওয়ার পাশাপাশি এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকতে পারে। আগেই বলেছি, দুটি ফোনের‌ই ব‍্যাক প‍্যানেলে নতুন ক‍্যামেরা ব্রিজ দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল টোন ফিনিশের মধ্যে ওপরে অরেঞ্জ ও নিচে হোয়াইট বটল কালারের মধ্যে পীচ কালারের ‘G’ লেখা থাকবে এবং মাঝখানে ক‍্যামেরা মডিউল কালো রঙের হবে।

Google Pixel 6 ও Google Pixel 6 Pro তে সেলফি ক‍্যামেরার জন্য ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাট‌আউট থাকবে। এই দুটি ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। রেন্ডার অনুযায়ী, এই আগামী ফোনে বেজল অত‍্যন্ত পাতলা দেখানো হয়েছে তবে বাস্তবে বর্ডার এর চেয়ে চ‌ওড়া হতে পারে।

এই রেন্ডারে Google Pixel 6 ও Google Pixel 6 Pro এর প্রথম লুক দেখা গেছে। তবে এখনই বলা সম্ভব হচ্ছে না যে সত্যিই ফোনদুটি এমন দেখতে হবে কি না। Google Pixel 6 ও Google Pixel 6 Pro ফোন দুটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে খবর পাওয়া গেছে গুগল তাদের এই আগামী পিক্সেল স্মার্টফোন সিরিজের জন্য স‍্যামসাঙের সঙ্গে হাত মিলিয়ে প্রসেসর তৈরি করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here