ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত ভুয়ো তথ্য থেকে বাঁচার জন্যে সরকার লঞ্চ করল E-Amrit পোর্টাল, আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে চলেছে ইভির সফর

কেন্দ্র সরকার স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত সংযুক্ত রাষ্ট্র জলবায়ু পরিবর্তন সম্মেলনে ইলেকট্রিক বাহনের জন্য একটি ওয়েব পোর্টাল E-Amrit লঞ্চ করেছে। নীতি আয়োগ একটি বয়ান জারি করে বলেছেন যে এই ওয়েবসাইটে ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত সমস্ত তথ্য যেমন ― ইভি কোথা থেকে কিনবেন, বিনিয়োগের সুযোগ, নিয়ম এবং সাবসিডি‌র জন্য ওয়ান-স্টপ ডেস্টিনেশান জানা যাবে। এই ওয়েব পোর্টাল ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত ভুঁয়ো তথ্য গুলিকেও বন্ধ করবে।

ইভির সুবিধা গুলি বলবে এই ওয়েবসাইট

কেন্দ্র সরকারের এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো ইলেকট্রিক ভেহিকেলের সুবিধা গুলি লোকেদের জানিয়ে তাদের ইভির প্রতি সুইচ করার জন্য প্রেরিত করা। এর মাধ্যমে‌ই লোকেদের ইভির প্রতি আকর্ষণ‌ও বাড়ানো হবে। নীতি আয়োগ বহু নতুন ফিচার ও ইনোভেটিভ টুলের ব‍্যবহার করছ এই E-Amrit ওয়েব পোর্টালটিকে ইন্টার‌অ্যাক্টিভ এবং ইউজার ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করছেন।

E-Amrit ওয়েব পোর্টালটিকে নীতি আয়োগ ডেভেলপ করেছেন। এই ওয়েবসাইটটিকে ইউকে সরকারের সাথে নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামের সময় বানানো হয়েছে। এই ওয়েবসাইট‌টি UK-India দুই দেশের 2030 এর রোডম‍্যাপে বানানো হয়েছে, যার চুক্তি‌তে দুই দেশের প্রধানমন্ত্রী শামিল হয়েছেন। বিগত দিনে ভারতে পরিবহনের ডিকার্বোনাইজেশান এবং ইলেকট্রিক মোবিলিটিকে আপন করে নেওয়ায় ইলেকট্রিক ভবিষ্যতে‌র বদলে দ্রুততা আনার জন্য অনেক প্রয়াস করা হয়েছে। FAME এবং PLI এর মতো যোজনায় ইভিকে দ্রুত গ্রহণ করে নিয়ে একটি ইকো-সিস্টেম গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠছে।

রাজ‍্য ইভিতে দিচ্ছে সাবসিডি

ভারতের বহু রাজ‍্যে ইলেকট্রিক ভেহিকেল পলিসি পেশ করা হচ্ছে, যার মাধ্যমে ইলেকট্রিক টু, থ্রি এবং ফোর হুইলার কিনলে গ্রাহকদের সাবসিডি দেওয়া হচ্ছে। বহু রাজ‍্য ইলেকট্রিক ভেহিকেলের রেজিস্ট্রেশন ফিস এবং রোড ট‍্যাক্সে সম্পূর্ণ ছাড় দিয়েছে আবার কিছু রাজ‍্য লোকেদের কিছুটা ছাড় দিয়েছে। দেশের রাজধানী দিল্লি ইভি পলিসি লাগু করায় সফল হয়েছে। দিল্লিতে বিগত কয়েক মাসে ইভির রেজিস্ট্রেশনে দ্রুততা লক্ষ করা গেছে, যার ফলে দিল্লি সরকার ইভি পলিসিতে সাবসিডি বন্ধ করে দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here