Hero Electric এর নতুন প্রস্তুতি, এখন 15 মিনিটেই ফুল চার্জ হবে Electric Scooter!

ইলেকট্রিক স্কুটার ক্রয় করা গ্রাহকদের এই গাড়ির ব‍্যাটারি সম্পর্কিত একটি সমস্যা থাকেই, যে সেটি কতক্ষনে চার্জ হবে। এই সমস্যার সমাধান করার জন্য ইন্ডিয়া‌র টু-হুইলার কোম্পানি Hero Electric একটি বড় পদক্ষেপ নিয়ে Log 8 Materials এর সাথে অংশিদারি করেছে। আপনাকে বলে দিই যে লগ 9 ম‍্যাটেরিয়াল বেঙ্গালুরুর একটি স্টার্ট‌আপ কোম্পানি। হিরো কোম্পানি Log 9 এর সাথে InstaCharging RapidX battery এর জন্য পার্টনারশিপ করেছে। আবার এই অংশিদারির ফলে Log 9 ব‍্যাটারি থাকায় হিরঝ ইলেকট্রিক স্কুটার 15 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

আরও পড়ুন: Jio এর বয়ান অনুযায়ী ভারতে 5G আসার আগেই দেশে 5G স্মার্টফোন ইউজার হতে চলেছে 100-150 মিলিয়ন

Hero Electric

Log 9 ইন্সটাচার্জিং ব‍্যাটারির সম্পর্কে কথা বলা হলে এই ব‍্যাটারিটি ফাস্ট চার্জিং সাপোর্ট টেকনোলজি যুক্ত। এতে ব‍্যবহার করা টেকনোলজি‌র ফলে ব‍্যাটারি ফাস্ট চার্জ হ‌ওয়ার সাথে।দীর্ঘ সময় চলেও। এছাড়া Log 9 এর র‍্যাপিডেক্স ব‍্যাটারির ব‍্যবহার -30° থেকে 60℃ তাপমাত্রা পর্যন্ত করা যাবে এবং এই ব‍্যাটারির লাইফ 10 বছরের‌ও বেশি।

এই অংশিদারি‌র সম্পর্কে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দার গিল বলেছেন, ” পেট্রোলের বিপরীত, ই-টু-হুইলারে‌র চার্জ সীমিত, ফলে রেঞ্জ‌ও কম হয়ে যায়। CY2019 এ রেঞ্জকে দ্বিগুণ করার জন্যে বাইক লঞ্চ করেছি। আমাদের সমস্ত বাইকে খুব সহজেই খোলার মতো ব‍্যাটারি দেওয়া হয়েছে এবং আমাদের বহু গ্রাহক নিজের কাজের জায়গায় অথবা নিজের অ্যাপার্টমেন্টে নিজের ইলেকট্রিক স্কুটারের পোর্টেবল ব‍্যাটারি চার্জ‌ও করছেন।”

আরও পড়ুন: আবার‌ও জ্বলে উঠলো Electric Scooter, দেখে নিন কতটা দাউ দাউ করে ধরেছে আগুন

আবার লগ 9 ম‍্যাটেরিয়ালের সংস্থাপক এবং সিইও ড. অক্ষয় সিঙ্ঘাল বলেছে‌ন, ” আমরা লগ 9 এর ব‍্যাটারি এবং ইন্সটাচার্জ টেকনোলজি‌র একত্রি করনের জন‍্য হিরো কোম্পানির সাথে অংশিদারি করে খুব খুশি হয়েছি। হিরো ইলেকট্রিক দেশের সফল ইভি নির্মাতা, যে বিগত 14 বছর ধরে ইলেকট্রিক মোবিলিটি‌র ক্রান্তির নেতৃত্ব করছে এবং আমরা লগ 9 হিরো ইলেকট্রিকের সাথে মিলিত হয়ে ভারতের সবচেয়ে দ্রুত চার্জিং টু-হুইলার লঞ্চ করার সুযোগ পেয়ে খুবই উৎসাহিত।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here