8MP ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 4,550mAh ব‍্যাটারিসহ লঞ্চ হলো Hisense E31 Lite স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার

চাইনিজ স্মার্টফোন কোম্পানি Hisense একটি নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে একটি নতুন ফোনটি আফ্রিকার মার্কেটে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি সাধারণত Hisense তাদের প্রিমিয়াম কোয়ালিটি হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের জন্য সর্বাধিক প্রশংসিত। বর্তমানে ভারতের মার্কেটেও কোম্পানি তাদের স্মার্ট টিভি লঞ্চ করা শুরু করেছে। Hisense তাদের এই নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোনটি Hisense E31 Lite নামে পেশ করেছে। মার্কেটে এই ফোনটি ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আমরা Hisense E31 Lite এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কথা বলব।

Hisense E31 Lite এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Hisense E31 Lite ফোনটির ব‍্যাক প‍্যানেল পলিকার্বনেট বডি দিয়ে তৈরি করেছে। এই ফোনে 1600 x 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে আছে। এই ফোনটি UNISOC SC9863A চিপসেটে রান করে এবং এতে 1GB RAM এবং 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512GB পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Hisense E31 Lite এর ব‍্যাক প‍্যানেলে LED ফ্ল‍্যাশের সঙ্গে 8MP এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও CIF সেকেন্ডারি লেন্সযুক্ত ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল 4জি, Bluetooth v4.2, Wi-Fi ও মাইক্রোইউএসবি পোর্ট যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে আছে 4,550mAh এর ব‍্যাটারি।

Hisense E31 Lite এর দাম

আফ্রিকার মার্কেটে Hisense E31 Lite ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 1GB র‍্যাম ও 16GB স্টোরেজযুক্ত এই ফোনটি 1,699 SAR অর্থাৎ প্রায় 8500 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে এবং মার্কেটে কোম্পানির অথরাইজড স্টোর থেকে ফোনটি কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here