বাড়ির ছোটরা বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় তাদের হাতে ফোন দেওয়া উচিৎ কি না, প্রত্যেক মা-বাবা এই বিষয়ে যথেষ্ট চিন্তিত। আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন আমাদের প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হয়েছে। একইভাবে অনলাইন ক্লাস ও অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ছোটদেরও ফোনের প্রয়োজন হয়। এক্ষেত্রে এমন একটি ফোন খুবই দরকার যা ইন্টারনেটের সঙ্গে কানেক্টও থাকবে, আবার ছোটদের কথা মাথায় রেখে অশালীন জিনিস আটকাতেও পারে। এই সমস্যার সমাধান করার জন্য Nokia ফোন প্রস্ততকারী কোম্পানি HMD তাদের নতুন HMD Fusion X1 স্মার্টফোন লঞ্চ করেছে।
ছোটদের স্মার্টফোন
HMD Fusion X1 ফোনটি একটি ছোটোদের স্মার্টফোন, কারণ স্মার্টফোনটি বিল্ট-ইন অপারেটিং সিস্টেম লেবল parental controls সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে উপস্থিত দুর্দান্ত ফিচারের মাধ্যমে প্রত্যেক মা-বাবা দূরে থেকে তাদের বাচ্চাদের স্মার্টফোনটি কন্ট্রোল করতে পারবেন। এই ফোনের সমস্ত কাজে নজর রাখার পাশাপাশি ছোটদের জন্য ঠিক বা ভুল ধরনের কন্টেন্ট সিলেক্ট করা যাবে। HMD এবং Xplora হাতমিলিয়ে Kids Smartphone তৈরি করেছে।
HMD Fusion X1 এর ফিচার
- এই স্মার্টফোনটিতে কাস্টমাইজেবল অ্যাপ এবং ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, এর ফলে লিমিট অনুযায়ী প্রত্যেক মা-বাবা তাদের হিসাবে সময়সীমা সেট করতে পারবেন।
- এই ছোটোদের স্মার্টফোনটিতে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ব্রাউজিং এবং স্ক্রিন টাইমের লিমিট সেট করা যাবে।
- এই স্মার্টফোনটির মধ্যে বাড়ির ছোটদের ফোনের remote device access ফিচার দেওয়া হয়েছে।
- স্মার্টফোনে emergency SOS calling, low battery alerts ও location tracking এর মতো ফিচার রয়েছে।
- স্মার্টফোনটিতে প্রত্যেক বাড়ির মা-বাবা তাদের প্রয়োজন অনুযায়ী safe zones মার্ক করতে পারবেন।
- এই স্মার্টফোনটিতে ‘স্কুল মোড’ রয়েছে, যার ফলে একটি অ্যাক্টিভ করা মাত্রই ফোনে উপস্থিত অ্যাপ ও ফিচার ডিসেবল হয়ে যাবে। এর ফলে ছোটোরা ডিস্ট্রেকশন হবে না।
- সবচেয়ে বড় কথা, এইসব মোড এবং সেটিং অ্যাক্সেস করার জন্য ফোনটি হাতে নেওয়ারও দরকার নেই। মা-বাবা তাদের নিজেদের ফোনের মাধ্যমেই বাচ্চার ফোন অ্যাক্সেস করতে পারবেন।
HMD Fusion X1 এর স্পেসিফিকেশন
- 6.56″ 90Hz LCD Display
- Qualcomm Snapdragon 4 Gen 2
- 6GB RAM + 256GB Storage
- 108MP Rear Camera
- 50MP Selfie Camera
- 33W 5,000mAh battery
ডিসপ্লে: HMD Fusion X1 স্মার্টফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট ও 600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: HMD Fusion X1 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। এতে 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Fusion X1 স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Fusion X1 স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
HMD Fusion X1 এর দাম
গ্লোবাল বাজারে HMD Fusion X1 স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। ছোটোদের জন্য স্মার্টফোনটি £229 দামে অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 25,990 টাকার কাছাকাছি দাম রাখা হয়েছে। পশ্চিমি দেশগুলিতে এই স্মার্টফোনের সেল শুরু হয়ে গেছে।
জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে আলাদাভাবে এই স্মার্টফোনটি ব্যাবহারের জন্য Xplora Guardian App এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই সাবস্ক্রিপশনের জন্য £4.99 দিতে হবে। এই অ্যাপের প্রতি মাসের চার্জ 580 টাকার কাছাকাছি। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে HMD Fusion X1 স্মার্টফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।