সাধারণত Honor তাদের নাম্বার সিরিজের ফোন লঞ্চের জন্য ছয় মাসের লঞ্চ সাইকেল মেনে চলে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের Honor 400 সিরিজের উপর কাজ করছে। এই সিরিজে ভ্যানিলা, প্রো এবং আল্ট্রা মডেল থাকবে বলে আশা করা হচ্ছে। গত বছরের Honor 300 সিরিজের অধীনে Lite মডেল পেশ করা হয়নি। তবে এবার Honor 400 Lite ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। গুগল প্লে কনসোল সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ ফিচার এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে।
Honor 400 Lite এর গুগল প্লে কনসোল সার্টিফিকেশন
- Google Play Console সার্টিফিকেশন সাইটে Honor 400 Lite ফোনটি ABR-NX1 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- সার্টিফিকেশন সাইটে সিস্টেম-অন-চিপ হিসেবে MT6855 লেখা রয়েছে। এর CPU তে 2.2GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A78 কোর এবং 2GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A55 কোর রয়েছে।
- উপরোক্ত তথ্য অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 7025 প্রসেসর দেওয়া হতে পারে।
- লিস্টিং অনুযায়ী ফোনটি 8GB RAM সহ পেশ করা হতে পারে। তবে লঞ্চের সময় আরও অপশন যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
- ফোনটি অ্যান্ড্রয়েড 15 OS সহ কাজ করতে পারে।
- সার্টিফিকেশন সাইটে Honor 400 Lite ফোনের একটি রেন্ডার রয়েছে, এর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা যাচ্ছে।
- এই ইমেজের মাধ্যমে ফোনের ফ্রন্টে একটি পিল শেপ আইল্যান্ড দেওয়া হয়েছে। এটি সম্প্রতি লঞ্চ হওয়া Apple এর iPhones এর Dynamic Island মতো দেখাচ্ছে।
- ফোনটির ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে।
- লিস্টিঙের মাধ্যমে ফোনটির স্ক্রিনে 1080 x 2412 পিক্সেল রেজোলিউশন এবং 480 dpi স্ক্রিন ডেনসিটি সাপোর্ট করবে বলে জানা গেছে।
এখনও পর্যন্ত Honor 400 Lite ফোনের সম্পর্কে তথ্য জানা যায়নি। গত বছর এপ্রিল মাসে ইউরোপে Honor 200 Lite ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং মডেলটি ভারতে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে পরবর্তী সময়ে জানা যাবে। আগের মডেলে Dimensity 6080 SoC, 4,500mAh ব্যাটারি 35W চার্জিং ও 90Hz AMOLED ডিসপ্লে এবং 108MP সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল।
গত সপ্তাহে প্রকাশ্যে আসা একটি লিকের মাধ্যমে Honor 400 এবং 400 Pro ফোনটি Snapdragon 7 Gen 4 (এটি এখনও পর্যন্ত লঞ্চ করা হয়নি) এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। আপকামিং মডেলে বড় ক্যামেরা সেন্সর এবং 7,000mAh ব্যাটারি থাকবে বলে শোনা গিয়েছিল। আপকামিং Lite মডেলটি Honor 400 সিরিজের অন্যান্য মডেলের সঙ্গে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।