108MP ক‍্যামেরা এবং 4,800mAh ব‍্যাটারী সহ লঞ্চ হল দুটি অসাধারণ স্মার্টফোন, পিছিয়ে পড়তে চলেছে Samsung-Apple

শেষমেশ Honor কোম্পানি HONOR 60 এবং HONOR 60 Pro স্মার্টফোনকে চিনে লঞ্চ করল। এই স্মার্টফোন গুলি কোম্পানির প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন এবং HONOR 50 সিরিজের আপগ্রেডেড ভার্সন। ফোনটিতে একটি কার্ভড ডিসপ্লে দেওয়া আছে, যার মধ্যে সেল্ফি স্ন‍্যাপার এবং সেন্টারে পাঞ্চ-হোল কাট‌আউট দেওয়া আছে। এই দুটি ডিভাইসে 120Hz রিফ্রেশরেটের OLED ডিসপ্লে, MagicUI 5.P এর সাথে Android 11 OS, 66W ফাস্ট-চার্জিং সাপোর্ট সহ স্ন‍্যাপড্রাগন 778G/ 778G+ চিপসেট দেওয়া হয়েছে। এর সাথেই HONOR 60 সিরিজে সেফটি‌র জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব‍্যাক প‍্যানেলে 108MP এর প্রাইমারি ক‍্যামেরা এবং ফ্রন্টে 50MP এর সেল্ফি স্ন‍্যাপার দেওয়া হয়েছে। আসুন এই আর্টিকেলে আপনাকে এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে জেনে নিই।

HONOR 60 specifications

HONOR 60 স্মার্টফোনে 6.67-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মধ্যে 395ppi পিক্সেল ডেনসিটি, কার্ভ এজ, ন‍্যারো বেজলস, 120Hz রিফ্রেশরেট, 100 শতাংশ DCI-P3 এবং সেল্ফি স্ন‍্যাপারের জন্য সেন্টার পজিশনে পাঞ্চ-হোল কাট‌আউট দেওয়া হয়েছে। সিকিউরিটি‌র জন্য এই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778G চিপসেটে রান করে এবং এর সাথেই অ্যাড্রিনো 642L GPU সাপোর্ট করে। ডিভাইসটিতে 12GB র‍্যাম এবং 256GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ডুয়াল-ব‍্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, এন‌এফসি, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।

HONOR 60 ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে, যার মধ্যে f/1.9 অ্যাপার্চার যুক্ত 108MP এর প্রধান ক‍্যামেরা, 8MP এর আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক‍্যামেরা এবং f/2.4 অ্যাপার্চারের 2MP ডেপ্থ সেন্সর দেওয়াআছে। এই ফোনটি Android 11 আধারিত ম‍্যাজিক‌ইউআই 5.0 তে রান করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 32MP এর ক‍্যামেরা দেওয়া হয়েছে।

HONOR 60 Pro 5G specifications

HONOR 60 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির OLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক্সেল রেজল্যুশন 2652 x 1200, 429ppi পিক্সেল ডেনসিটি, কার্ভড এজ, DCI-P3 কালার সারগাম, সেন্টার-পজিশন পাঞ্চ-হোল কাট‌আউট এবং 10-বিট কালার প‍্যানেল দেওয়া আছে। গেমারদের জন্য ডিসপ্লে প‍্যানেলে 120Hz রিফ্রেশরেট এবং 300Hz টাচ স‍্যাম্পলিঙ রেট দেওয়া হয়েছে।

এই ডিভাইসে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে, যার মধ্যে f/1.9 অ্যাপার্চারের 108MP এর প্রধান ক‍্যামেরা, f/2.2 অ্যাপার্চার যুক্ত 50MP এর আল্ট্রা-ওয়াইড ক‍্যামেরা আর ম‍্যাক্রো ক‍্যামেরা‌ও এবং f/2.4 অ্যাপার্চারের 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া আছে। Honor 60 Pro 5G স্মার্টফোনে সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য f/2.4 অ্যাপার্চারের 50MP এর ক‍্যামেরা দেওয়া হয়েছে।

অনার 60 প্রো ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 778G+ চিপসেট দেওয়া হয়েছে এবং এর সাথেই অ্যাড্রিনো 642L GPU কে যোগ করা হয়েছে। সিকিউরিটি‌র জন‍্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি ম‍্যাজিক‌ইউআই 5.0 আধারিত অ্যান্ড্রয়েড 11 এ রান করে এবং চার্জিং আর ডেটা ট্রান্সফারের জন্য কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, এন‌এফসি, জিপিএস এবং ইএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে 66W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 4,800mAh এর ব‍্যাটারী সাপোর্ট করে।

HONOR 60 এবং 60 Pro এর প্রাইস

HONOR 60 এর প্রাইসের কথা বলা হলে এই ফোনটির 8GB র‍্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকছ RMB 2,699 (প্রায় 31,800 টাকা) দামে পেশ করা হয়েছে। এছাড়া ফোনটির 8GB/256GB এবং 12GB/256GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে RMB 2,999 (প্রায় 35,300 টাকা) এবং RMB 3,299 (প্রায় 38,800 টাকা)।

HONOR 60 Pro স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ডিভাইসটির 8GB র‍্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,699 (প্রায় 43,500 টাকা), 12GB/256GB ভেরিয়েন্টটির দাম RMB 3,999 (প্রায় 47,100 টাকা)। এই দুটি ফোন চিনে প্রি-অর্ডারে‌র জন্য উপলব্ধ হয়ে গেছে এবং এর শিপিং 10 ডিসেম্বর থেকে শুরু হবে। এই ফোনগুলি ব্ল‍্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রীন কালার অপশনে পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here