Oppo Reno 2Z এর দাম কমল 3,000 টাকা, জেনে নিন নতুন দাম

চীনের টেক কোম্পানি Oppo তাদের Reno 2F ফোনটির দাম কমিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে Oppo Reno 2Z এর দাম‌ 3,000 টাকা কমিয়ে দিয়েছে। রিটেইল সোর্স থেকে আমরা এই খবর পেয়েছি। তবে আমাজন ইন্ডিয়াতে ফোনটি এখনও পর্যন্ত আগের দামেই সেল করা হচ্ছে। 

আরও পড়ুন: 3 মার্চ ভারতে লঞ্চ হবে Vivo V19 এবং Vivo V19 Pro, প্রিবুকিং শুরু 15 ফেব্রুয়ারি

নতুন দাম

কোম্পানি এই প্রথমবার Oppo Reno 2Z এর দাম কমানো হল না, এর আগেও হয়েছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে গত বছর 29,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এরপর থেকে দুবার ফোনটির দাম কমানো হয়েছে। এবার ফোনটির দাম 3,000 টাকা কমানো হয়েছে। প্রাইস কাটের পর ফোনটি 22,990 টাকার বিনিময়ে কেনা যাবে। আগে এই ফোনটি 25,990 টাকা দামে সেল করা হতো। কিন্তু অনলাইন প্ল‍্যাটফর্মে ফোনটি এখনও আগের দামেই বেচা হচ্ছে।

Oppo Reno 2Z স্পেসিফিকেশন

Oppo Reno 2Z ফোনটিতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি90 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Oppo Reno 2Z 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 256 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর আছে।

আরও পড়ুন: Exclusive: 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন, শুরু হবে নতুন যুগ

এর সঙ্গে Oppo Reno 2Z এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Oppo Reno 2Z একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে ব্লুটুথ 5.0 এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাকযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Oppo Reno 2Z এ VOOC Flash Charge 3.0 টেকনিকের সঙ্গে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here