Home খবর ভারতে লঞ্চ হতে চলেছে Honor Magic 6 series, অফিসিয়ালি ঘোষণা করল কোম্পানি

ভারতে লঞ্চ হতে চলেছে Honor Magic 6 series, অফিসিয়ালি ঘোষণা করল কোম্পানি

2024 সালের ফেব্রুয়ারি মাসে Honor X9b স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। তিন মাসের বিরতির পর Honor আবার তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানি তাদের ‘ম্যাজিক 6’ সিরিজ ভারতে পেশ করতে পারে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের অধীনে Honor Magic 6 এবং Honor Magic 6 Pro ভারতে লঞ্চ করা হতে পারে।


HTech Joint Managing Director সিপি খান্ডেলবাল-এর মাধ্যমে Honor Magic 6 series ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে। খান্ডেলবাল তার এক্স টুইটার হ্যান্ডেল পোস্টে Magic 6 সিরিজ লঞ্চ টিজ করেছে। এই শেয়ার করা টিযারে আপকামিং ফোনের নাম বা লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানানো হয়নি, কিন্তু শীঘ্রই ভারতে তাদের Honor Magic সিরিজ লঞ্চ করবে বলে ঘোষণা করেছে।

Honor Magic 6 Pro

ভারতে কবে হবে Honor Magic 6 series লঞ্চ

টুইট মাধ্যমে কনফর্ম জানা গেছে কোম্পানি ভারতে Honor Magic 6 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে আগামী মাসে অর্থাৎ জুন মাসে Honor Magic 6 এবং Honor Magic 6 Pro স্মার্টফোনগুলি ভারতে পেশ করা হতে পারে। কোম্পানি জুন মাসের প্রথম সপ্তাহে এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।