Highlights
- চীনে লঞ্চ করা হয়েছে Honor Play 40S।
- এই ফোনে স্ন্যাপড্রাগন 480 প্লাস প্রসেসর রয়েছে।
- ফোনটি প্রায় 11,300 টাকা দামে সেল করা হবে।
আগামী সেপ্টেম্বর মাসে মোবাইল কোম্পানি অনার ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্ততি নিচ্ছে। অন্যদিকে কোম্পানি তাদের হোম মার্কেট চীনে প্রোডাক্ট পোর্টফলিও বাড়িয়েই চলেছে। আজ ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের প্লে 40 সিরিজের অধীনে Honor Play 40S ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বাজেট রেঞ্জে পেশ করা হয়েছে। এতে 5200mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন প্রসেসর, 6.56 ইঞ্চির ডিসপ্লের মতো বেশ কিছু সুন্দর ফিচার দেওয়া হয়েছে। চলুন বিশদে দেখে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন। আরও পড়ুন: 24GB RAM সহ মোবাইল মার্কেটে রাজত্ব করতে আসছে Realme GT 5, 28 আগস্ট হবে লঞ্চ
Honor Play 40S এর দাম
কোম্পানি লেটেস্ট Honor Play 40S ফোনটি চীনে 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির দাম 999 ইউয়ান অর্থাৎ প্রায় 11,300 টাকা রাখা হয়েছে। ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং গ্রীন কালারে সেল করা হবে।
Honor Play 40S এর স্পেসিফিকেশন
- 6.52″ TFT LCD screen
- Snapdragon 480 Plus
- 4GB RAM + 128GB Storage
- 5,200mAh battery
ডিসপ্লে: এই ফোনে 6.56 ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 720 x 1612 পিক্সেল রেজলিউশন এবং 90hz রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: এই ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 5G, 4G, এইফি, ব্লুটুথ 5.1 এবং জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ডিভাইসে গ্র্যাভিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস, প্রক্সিমিটি লাইট সেন্সর প্রভৃতি রয়েছে।
ওজন এবং ডায়মেনশন: Honor Play 40S ফোনটির ডায়মেনশন 163.32 × 75.07 x 8.35mm এবং ওজন 188 গ্রাম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন