5000 mAh ব‍্যাটারী ও 4 GB RAM এর সঙ্গে লঞ্চ হল Honor এর সস্তা স্মার্টফোন Play 9A

টেক কোম্পানি Honor আন্তর্জাতিক মঞ্চে তাদের অ্যাডভান্দ টেকনোলজি দেখিয়ে ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Honor 30S লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানি তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করা হয়েছে। Honor 30S ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানি লো বাজেট সেগমেন্টেও একটি নতুন ডিভাইস পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Honor Play 9A নামে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। Honor Play 9A ফোনটি আসলে গত বছর লঞ্চ করা কোম্পানির Honor Play 8A এর আপগ্ৰেডেড ভার্সন যা কম দামে সেল করা হবে। Honor 30S এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম জানতে (এখানে ক্লিক করুন)

আরও পড়ুন: Jio এর আরও এক সারপ্রাইজ, JioPhone ইউজাররা বিনামূল্যে পাবেন 100 মিনিট টকটাইম

Honor Play 9A 

কোম্পানির নতুন Honor Play 9A ফোনটির ডায়মেনশন 159.07 × 74.06 × 9.0 এম‌এম এবং ওজন 185 গ্ৰাম। এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লেযুক্ত। স্ক্রিনের ওপর মাঝ বরাবর ছোট ‘ইউ’ শেপে এই নচ দেওয়া হয়েছে। এই ফোনেও ডিসপ্লের তিনদিক বেজল লেস এবং নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট আছে।

Honor Play 9A অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ম‍্যাজিক ইউআই 3.0.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে পাওয়ারভিআর জিই8320 জিপিইউ আছে। Honor Play 9A ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 64 জিবি এবং 128 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে সেল করা হবে। এই দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে 14 এপ্রিল লঞ্চ হবে OnePlus 8 সিরিজ, জেনে নিন কীভাবে দেখবেন লাইভ ইভেন্ট

ফোটোগ্ৰাফির জন্য Honor Play 9A এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor Play 9A তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Honor Play 9A একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Honor Play 9A এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 899 ইউয়ান (প্রায় 9,500 টাকা) রাখা হয়েছে এবং ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,199 ইউয়ান (প্রায় 12,500 টাকা) দামে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here