64 MP ক‍্যামেরা এবং Kirin 820 5G প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor 30S, জেনে ফোনটি সম্পর্কে সবকিছু

টেক কোম্পানি Honor চীনে তাদের লো বাজেট স্মার্টফোন Honor Play 9A লঞ্চ করেছে। এছাড়াও কোম্পানির একটি ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Honor 30S দীর্ঘদিন ধরেই সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। এবার কোম্পানি অফিসিয়ালি তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করে দিয়েছে। Honor 30S ফোনটি কোম্পানির পক্ষ থেকে 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া এই ফোনে 40 ওয়াট ফাস্ট চার্জিং ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ক্ষমতা আছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির সমস্ত ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: Airtel এর ঘোষণা, 17 এপ্রিল পর্যন্ত বাড়বে প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং 8 কোটি ইউজার বিনামূল্যে পাবেন 10 টাকার টকটাইম

আসলে Honor 30S কোম্পানির Honor 30 সিরিজের সবচেয়ে ছোট সদস্য এবং এই ফোনটি প্রিমিয়াম গ্লাস ও অ্যালুমিনিয়াম ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট প‍্যানেলের ডিজাইন অনেকটা Honor 20S এর মতোই। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে নিচের দিক ছাড়া অন্য তিন দিকে বেজল নেই বললেই চলে। Honor 30S এর ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং এই সেট‌আপের সঙ্গে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইট আছে।

ক‍্যামেরার কামাল

ফোটোগ্ৰাফির জন্য Honor 30S এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে, যা সাধারণভাবে 16 মেগাপিক্সেলের ইমেজ আউটপুট দেয়। এই ফোনের 8 মেগাপিক্সেলের অপ্টিক‍্যাল জুম লেন্স 3× অপ্টিক‍্যাল জুম, 5× হাইব্রিড জুম এবং 20× ডিজিটাল জুম সাপোর্ট করে। এছাড়া ল‍্যান্ডস্কেপ বিল্ডিংয়ের জন্য এতে 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে এবং ছোট অবজেক্টের ছবি তোলার জন্য একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। Honor 30S এ 1/1.7 ইঞ্চির আল্ট্রা সেন্সর দেওয়া হয়েছে যা কোয়াড ওয়‍্যার অ্যালগরিদম সাপোর্ট করে এবং এতে সুপার নাইট মোড‌ও আছে। তবে ফোনটির ফ্রন্ট ক‍্যামেরা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Jio এর আরও এক সারপ্রাইজ, JioPhone ইউজাররা বিনামূল্যে পাবেন 100 মিনিট টকটাইম

ভিডিওগ্রাফির জন‍্য‌ও Honor 30S একটি যথেষ্ট অ্যাডভান্দ ডিভাইস। এই ফোনটি 4কে 30 এফপিএস ভিডিও শুট, 720 পিক্সেল রেজলিউশনে 960 এফপিএস অর্থাৎ 32× স্লো মোশান এবং 4কে এইচডি টাইম ল‍্যাপ্স শুটিং করতে সক্ষম। Honor 30S এর ভিডিও কোয়ালিটি সুনিশ্চিত করতে এতে AIS five axis ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। এটি ইমেজ ক‍্যাপচার করার সময়ও যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Honor 30S ফোনটি 6.5 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লের সঙ্গে পেশ করেছে যার স্ক্রিন রেজলিউশন 2400 × 1800 পিক্সেল এবং স্ক্রিন ব্রাইটনেস 450 নিটস। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.3 শতাংশ। Honor 30S ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কিরীন 920 5জি চিপসেটে রান করে।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে 14 এপ্রিল লঞ্চ হবে OnePlus 8 সিরিজ, জেনে নিন কীভাবে দেখবেন লাইভ ইভেন্ট

এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই ফোনটি ম‍্যাজিক ইউআই 3.1.1 যুক্ত অ্যান্ড্রয়েড 10 সিস্টেমে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor 30S এ 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

দাম

কোম্পানির পক্ষ থেকে Honor 30S ফোনটি একটি র‍্যাম ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,399 ইউয়ান (প্রায় 25,577 টাকা) রাখা হয়েছে এবং ফোনটির 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2,699 ইউয়ান (প্রায় 28,776 টাকা)। ইতিমধ্যে ফোনটির প্রিঅর্ডার বুকিং শুরু হয়ে গেছে। Honor 30S এর সেল শুরু হবে আগামী 7 এপ্রিল থেকে। এখনও পর্যন্ত ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কোম্পানি তাদের Honor 30S ফোনটি Black, Blue, Green ও Gradient কালার ভেরিয়েন্টে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here