লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro, জেনে নিন এই দুর্দান্ত ফোনটির দাম ও স্পেসিফিকেশন

দীর্ঘদিন ধরে চলমান 5জি ফোনের প্রতিযোগিতা গতকাল অবশেষে সমাপ্ত হল। গত বছর থেকেই ভারতে 5জি স্মার্টফোন লঞ্চের অপেক্ষা করা হচ্ছিল। আর এর থেকেও বড় প্রশ্ন ছিল যে কোন কোম্পানি প্রথম তাদের 5জি ফোন মার্কেটে নিয়ে আসবে। গতকাল এই সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে রিয়েলমি তাদের প্রথম 5জি স্মার্টফোন ভারতে লঞ্চ করে দিয়েছে। অসাধারণ লুকের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত এই ফোনটি কোম্পানি Realme X50 Pro নামে লঞ্চ করেছে। Realme X50 Pro লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানি ভারতের মার্কেটে প্রথম 5জি ফোন‌ও লঞ্চ করেছে। 

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে অন্য দেশে লঞ্চ হল Realme C3, দেখুন ভারতীয় মডেলের চেয়ে কতটা আলাদা

দাম

কোম্পানির পক্ষ থেকে Realme X50 Pro ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এক‌ইভাবে Realme X50 Pro এর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

কোম্পানির পক্ষ থেকে তাদের Realme X50 Pro এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা রাখা হয়েছে। Realme X50 Pro এর সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিসহ 44,999 টাকা দামে মার্কেটে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: বিনামূল্যে দেওয়া হল 2000 ইউনিট Apple iPhone, জেনে নিন আসল ঘটনা

অসাধারণ ডিসপ্লে

Realme X50 Pro ফোনটি 92 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটির আসপেক্ট রেশিও 20:9। এই ফোনে বেজল লেস স্ক্রিন দেওয়া হয়েছে যার ওপরের বাঁদিকে ডুয়েল পাঞ্চ হোল দেওয়া হয়েছে। Realme X50 Pro তে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। ফোনটির এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট দিতে সক্ষম যা এইচডিআর 10+ এবং 1000+ নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি তাদের Realme X50 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে যার ফলে ফোনটির স্ক্রিনে টাচ করেই ফোন আনলক করা যায়।

5G প্রসেসিং

Realme X50 Pro ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা।রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 5জি ব‍্যান্ডে কাজ করার জন্য 5জি মোডেম দেওয়া হয়েছে। এছাড়াও Realme X50 Pro তে স্মার্ট 5জি, ওয়াইফাই 6 ও ওয়াইফাই নেটওয়ার্ক ফিচার আছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে কোম্পানি অ্যাড্রিনো 650 জিপিইউ যোগ করা হয়েছে।

আরও পড়ুন: 3 জিবি র‍্যাম ও 3,450 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এলজির সস্তা স্মার্টফোন LG W10 Alpha

ক‍্যাপচার কামাল

Realme X50 Pro তে ফোঠোগ্ৰাফির জন্য মোট ছয়টি ক‍্যামেরা সেন্সর আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে চারটি এবং ফ্রন্ট প‍্যানেলে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Realme X50 Pro এর ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung GW1 Sensor দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 20এক্স জুম সাপোর্টেড 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। এক‌ইভাবে Realme X50 Pro এর ফ্রন্ট প‍্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের প্রাইমারি সোনী আইএম‌এক্স 616 সেন্সর ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

শক্তিশালী ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme X50 Pro তে কোম্পানি 4,200 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী যোগ করেছে। এই ফোনটির সঙ্গেই কোম্পানি ভারতে 65W SuperDart Charge টেকনোলজিও পেশ করেছে। Realme X50 Pro তে এই টেকনোলজিই ব‍্যবহার করা হয়েছে। এই টেকনোলজির সাহায‍্যে ফোনটিকে 6.5 অ্যাম্পিয়ার চার্জিং কারেন্টের সঙ্গে চার্জ করা যায় যা অত্যন্ত দ্রুত ফোনের ব‍্যাটারী চার্জ করতে পারে। ফাস্ট কাজ করার সঙ্গে সঙ্গে এই টেকনিক ফোনের ব‍্যাটারীর হেল্থ‌ও বজায় রাখে।

Realme X50 Pro 5G ফোনটি Moss Green ও Rust Red কালার ভেরিয়েন্টে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here