5,100 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ওয়াটারপ্লে 8

টেক কোম্পানি অনার কয়েক দিন আগে আন্তর্জাতিক মঞ্চে 6 ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে অত‍্যন্ত শক্তিশালী স্মার্টফোন ম‍্যাজিক 2 লঞ্চ করে। অনার ম‍্যাজিক 2 স্লাইডার প‍্যানেলের সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে সেলফি ক‍্যামেরা সেন্সর আছে। স্লাইডার প‍্যানেল থাকায় অনার ম‍্যাজিক 2 এর ডিসপ্লেতে কোনো নচ ও সেন্সর দেওয়া হয়নি। আজ অনার টেক মঞ্চে তাদের নতুন ওয়াটারপ্রুফ ডিভাইস অনার ওয়াটারপ্লে 8 পেশ করে।

200 টাকার কম দামে এয়ারটেলের সাতটি বেস্ট মাসিক প্ল‍্যান

অনার ওয়াটারপ্লে 8 আপাতত চীনে লঞ্চ করা হয়েছে যেখানে ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হবে। অনার ওয়াটারপ্লে 8 ট‍্যাবলেটের একটি মডেল ওয়াইফাই সাপোর্ট করে এবং অপরটি এলটিইর সঙ্গে চলে‌। ওয়াটারপ্লে 8 এর ওয়াইফাই মডেলের একটি ভেরিয়েন্ট 64 জিবি মেমরি সাপোর্ট করে এবং অপরটিতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এবং ওয়াটারপ্লে 8 এর এলটিই মডেল 64 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে।

অনার ওয়াটারপ্লে 8 এর সবচেয়ে বড় ফিচার এর ওয়াটারপ্রুফ বডি। এই ডিভাইসটি আইপি67 রেটিঙের সঙ্গে পেশ করা হয়েছে যা একে জল ও ধূলো প্রতিরোধক বানায়। ট‍্যাবলেটটির অন‍্যান‍্য উল্লেখযোগ্য ফিচার ও স্পেসিফিকেশন হল এতে 1920 × 1200 পিক্সেল রেজলিউশনযুক্ত 8 ইঞ্চির ডব্লিউএক্সজিএ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে ইএম‌ইউআই 8.1 সহ পেশ করা হয়েছে যার সঙ্গে অক্টাকোর কিরীন 659 চিপসেটে রান করে।

7,000 টাকার বাজেটে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা 10টি বেস্ট ফোন

অনার ওয়াটারপ্লে 8 এর দুটি মডেল 6 জিবি র‍্যামসহ লঞ্চ করা হয়েছে এবং এর মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী টি830-এমপি2 জিপিইউ আছে। ফোটোগ্ৰাফির জন্য ট‍্যাবলেটের ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

জিওফোন 2 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, পাওয়া যাবে 200 টাকার ক‍্যাশব‍্যাক

অনার ওয়াটারপ্লে 8 এ এন‌এফসি, ব্লুটুথ ও ইউএসবি টাইপ সি কানেক্টিভিটি অপশন আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য অনার তাদের ডিভাইসে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100 এম‌এএইচ ব‍্যাটারী দিয়েছে। অনার ওয়াটারপ্লে 8 এর 64 জিবি ওয়াইফাই ভেরিয়েন্ট 1,499 ইউয়ান ও 128 জিবি ওয়াইফাই ভেরিয়েন্ট 1,899 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 15,900 টাকা ও 20,900 টাকার সমান। অনার ওয়াটারপ্লে 8 এর 64 জিবি এলটিই মডেলের দাম 1,799 ইউয়ান (প্রায় 19,000 টাকা) রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here