জিওফোন 2 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, পাওয়া যাবে 200 টাকার ক‍্যাশব‍্যাক

রিলায়েন্স জিও টেলিকম মার্কেটে তাদের 4জি সার্ভিসের সঙ্গে একের পর এক আকর্ষণীয় প্ল‍্যান পেশ করে চলেছে।
অপর দিকে জিওফোনের দৌলতে কোম্পানি ফিচার ফোন সেগমেন্টেও প্রথম স্থানে রয়েছে। গত বছর জিওফোনের সফলতার পর কোম্পানি এবছর জিওফোন 2 লঞ্চ করেছে এবং এই ফোনটিও কোম্পানির সফলতা অর্জন করতে যথেষ্ট সহায়ক। জিওফোন 2 এতদিন ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে বিক্রি করা হত, তবে এখন দীপাবলির অবসরে কোম্পানি ফোনটির ওপেন সেল শুরু করে দিয়েছে।

এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট

জিও তাদের ফ‍্যানদের জন্য দীপাবলির উপহারস্বরূপ জিওফোন 2 এর ওপেন সেল শুরু করেছে। রিলায়েন্স জিওর পক্ষ থেকে জিওফোন 2 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন সেলের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এতদিন জিওফোন 2 ফ্ল‍্যাশ সেলে বিক্রি করা হত এবং সেল শুরু হ‌ওয়ার কিছুক্ষণের মধ্যেই ফোন স্টক আউট হয়ে যেত। আজ থেকে ফোনটির ওপেন সেল শুরু হয়ে গেছে। ওপেন সেলের দৌলতে গ্ৰাহকরা ওখান কোনোরকম রেজিস্ট্রেশন ছাড়াই জিওফোন 2 অনলাইন কিনতে পারবেন।

আজ দুপুর 12টা থেকে জিওফোন 2 এর এই ওপেন সেল শুরু হয়েছে। এই প্রথম জিওফোন 2 ফ্ল‍্যাশ সেলের বদলে ওপেন সেলে বিক্রি করা হচ্ছে। রিলায়েন্স জিওর পক্ষ থেকে এই ওপেন সেল 8 দিনের জন্য আয়োজন করা হয়েছে যা আজ অর্থাৎ 5ই নভেম্বর থেকে আগামী 12ই নভেম্বর পর্যন্ত চলবে। এই 8 দিন যে কোনো সময় কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জিওফোন 2 কেনা যাবে।

জিওফোন 2 কোম্পানির পক্ষ থেকে 2,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। জিওর দীপাবলি স্পেশাল সেলেও ফোনটি এক‌ই দামে বিক্রি করা হবে। কোম্পানি জিওফোন 2 এর কেনাকাটায় পেটিএম ক‍্যাশব‍্যাক‌ও দিচ্ছে। জিও ডট কম থেকে জিওফোন 2 কেনার সময় যদি পেটিএম ওয়ালেট থেকে পেমেন্ট করা হয় তবে 200 টাকার পেটিএম ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে, এই পেটিএম ক‍্যাশের ব‍্যবহার যে কোনো ট্রান্জাংশনে করা যাবে।

স‍্যামসাং আনতে চলেছে একদম নতুন “গ‍্যালাক্সি এফ” সিরিজ, ডায়েরির মতো ভাঁজ হয়ে যাওয়া ফোন এই সিরিজেই হবে লঞ্চ

প্রসঙ্গত দীপাবলি উপলক্ষে রিলায়েন্স জিও জিওফোন ফেস্টিভ্যাল গিফ্ট কার্ড লঞ্চ করেছে। এই স্পেশাল অফারে মাত্র 1,095 টাকায় 1,500 টাকা দামের জিওফোন 594 টাকার অতিরিক্ত রিচার্জ বেনিফিটের সঙ্গে কেনা যাবে। অর্থাৎ 1,500 টাকার ফোন ও 594 টাকার রিচার্জ মাত্র 1,095 টাকায়। এই গিফ্ট কার্ড জিওফোনের অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়া, রিলায়েন্স ডিজিটাল ও রিলায়েন্স ফ্রেশ থেকে কেনা যাবে।

জিওফোন 2 ওপেন সেল থেকে কেনার জন্য এখানে ক্লিক করুন
জিওফোন ফেস্টিভ্যাল গিফ্ট কার্ড সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here