200 টাকার কম দামে এয়ারটেলের সাতটি বেস্ট মাসিক প্ল‍্যান

বিগত কয়েক বছরে মোবাইল কলিঙের খরচ অনেক কমে গেছে। এছাড়া ডেটা খরচ‌ও কমেছে। এখন কল ও ডেটার জন্য কোনো বিশাল অঙ্কের খরচ করতে হয় না বরং কম খরচেই এক সঙ্গে সব ধরনের সার্ভিস উপভোগ করা যায়। ভারতের এঅ নাম্বার টেলিকম কোম্পানি এয়ারটেলের কাছেও কম দামের বেশ কয়েকটি দারুণ প্ল‍্যান আছে। আমরা 200 টাকার কম খরচে এরকম সাতটি প্ল‍্যান নিচে আলোচনা করলাম।

7,000 টাকার বাজেটে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা 10টি বেস্ট ফোন

এয়ারটেলের 65 টাকার প্ল‍্যান
এটি কোম্পানির সবচেয়ে কম দামি মাসিক প্ল‍্যান। এয়ারটেলের 65 টাকার প্ল‍্যানে 55 টাকার টকটাইম পাওয়া যায়। এই প্ল‍্যানে 1 পয়সা প্রতি সেকেন্ডের দরে চার্জ করা হয় এবং এর ব‍্যবহার লোকাল, এসটিডি ও ল‍্যান্ডলাইন ফোনে কল করে করা যায়। এর সঙ্গে 200 এমবি ডেটাও পাওয়া যায়। এই ডেটা 2জি, 3জি বা 4জি যে কোনো নেটওয়ার্কে করা যায়। এই প্ল‍্যানের বৈধতা 28 দিন।

এয়ারটেলের 95 টাকার প্ল‍্যান
এয়ারটেলের কাছে 95 টাকার‌ও একটি প্ল‍্যান আছে যার বৈধতা এক মাস। এই প্ল‍্যানে ফুল টকটাইম পাওয়া যায়। অর্থাৎ 95 টাকার বিনিময়ে 95 টাকার‌ই টকটাইম পাওয়া যায়। এই প্ল‍্যানে কলের খরচ 30 পয়সা প্রতি মিনিট দরে ধার্মিক করা হবে। এক‌ই দরে লোকাল, এসটিডি ও ল‍্যান্ডলাইন নাম্বারে কল করা যাবে। এর সঙ্গে 500 এমবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।

জিওফোন 2 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, পাওয়া যাবে 200 টাকার ক‍্যাশব‍্যাক

এয়ারটেলের 98 টাকার প্ল‍্যান
এই প্ল‍্যানটি বিশেষ করে ডেটার জন্য। 98 টাকার এই প্ল‍্যানে 3 জিবি ডেটা পাওয়া যায়। 2জি, 3জি বা 4জি যে কোনো নেটওয়ার্কে এই ডেটা ব‍্যবহার করা যায়। এই প্ল‍্যানে কোনো টকটাইম পাওয়া যায় না। এই প্ল‍্যানের বৈধতা 28 দিন, অর্থাৎ 28 দিনের মধ্যেই 3 জিবি ডেটা শেষ করতে হবে।

এয়ারটেলের 119 টাকার প্ল‍্যান
এয়ারটেলের 119 টাকার একটি প্ল‍্যান আছে। এতে ডেটা ও কলিঙের সঙ্গে এস‌এম‌এস‌ও পাওয়া যায়। এয়ারটেলের এই 119 টাকার প্ল‍্যানের বৈধতা 28 দিন এবং এই প্ল‍্যানে 1 জিবি ডেটা পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। সব ধরনের লোকাল, এসটিডি ও ল‍্যান্ডলাইন নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এর সঙ্গে 300 ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। এমনকি রোমিঙেও অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।

এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট

এয়ারটেলের 149 টাকার প্ল‍্যান
যদি আপনার প্রচুর ডেটার প্রয়োজন হয় এবং তার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল চান তবে 149 টাকার এই প্ল‍্যানটি আপনার জন্য উপযুক্ত। এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যায়। এর সঙ্গে কোম্পানি 10 জিবি অতিরিক্ত ডেটাও দেয়। এই প্ল‍্যানের বৈধতা 28 দিন এবং এতে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়া সমস্ত রকম লোকাল ও এসটিডি কল বিনামূল্যে করা যাবে। এমনকি রোমিঙেও ফ্রিতে সার্ভিস উপভোগ করা যাবে।

এয়ারটেলের 168 টাকার প্ল‍্যান
কোম্পানির এই প্ল‍্যানটিও যথেষ্ট আকর্ষণীয়। এতে ডেটা ও কলের সঙ্গে কিছু ভ‍্যালু অ্যাডেড সার্ভিস ফ্রিতে উপভোগ করা যাবে। এই প্ল‍্যানটির বৈধতা 28 দিন এবং এতে প্রতিদিন 1 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে মোট 28 জিবি ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল বিনামূল্যে করা যাবে। এছাড়া ফ্রি রোমিং ও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা এর সঙ্গে ফ্রি হ‍্যালো টিউন অ্যাকসেস করা যায়।

এয়ারটেলের 199 টাকার প্ল‍্যান
এটি এয়ারটেলের মান্থলি প্ল‍্যান প‍্যাক। 199 টাকার এই প্ল‍্যানে প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যাবে এবং এই ডেটা 2জি, 3জি বা 4জি যে কোনো নেটওয়ার্কে ও যে কোনো ডিভাইসে করা যাবে। এই প্ল‍্যানের বৈধতা 28 দিন। এতে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সঙ্গে ফ্রি রোমিং ইনকামিং ও আউটগোয়িং কল‌ও উপভোগ করা যাবে। এছাড়াও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here