7,000 টাকার বাজেটে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা 10টি বেস্ট ফোন

বেশিরভাগ মানুষ এমন ফোন খোঁজ করে যার স্পেসিফিকেশন ভালো হয়। এর সঙ্গে বড় ব‍্যাটারী দেখতে কেউ ভোলে না। কারণ ব‍্যাটারী কমজোর হলে ভালো স্পেসিফিকেশনের কি লাভ। কিছু করতে গেলেই ফোনের ব‍্যাটারী লো হয়ে যাবে। আজ বাজারে এমন অনেক ফোন আছে যার মধ্যে ভালো স্পেসিফিকেশনের সঙ্গে বড় ব‍্যাটারী দেখা যায়। নিচে এমনই 10টি ফোনের লিস্ট দেওয়া হল।

1. রিয়েলমি সি1

7,000 টাকার বাজেটে এটি বেস্ট ফোন মনে করা হয়। রিয়েলমি সি1 এ 6.2 ইঞ্চির 19:5 আসপেক্ট রেশিওযুক্ত ফুল এইচডি নচ ডিসপ্লে আছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে এবং এতে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ভালো স্পেসিফিকেশনের সঙ্গে এতে বড় ব‍্যাটারীও দেওয়া হয়েছে। এই ফোনে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

2. আসুস জেনফোন ম‍্যাক্স (এম1)

আসুসের এই ফোনটিও যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস 5.45 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে আছে। কোম্পানি এতে 2.5ডি কার্ভড গ্লাসের ব‍্যবহার করেছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 430 চিপসেটে রান করে এবং এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর‌ দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক টেকনিক দেওয়া হয়েছে। এত স্পেসিফিকেশনের সঙ্গে এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

জিওফোন 2 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, পাওয়া যাবে 200 টাকার ক‍্যাশব‍্যাক

3. ইউ এস

মাইক্রোম‍্যাক্স সাব ব্র‍্যান্ড ইউ কিছু দিন আগে একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ইউ এস লঞ্চ করেছে যা 2 জিবি ও 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.45 ইঞ্চির এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। ইউ এস অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কাজ করে এবং এটি মিডিয়াটেক এমটি6738 চিপসেটে রান করে। দুটি র‍্যাম ভেরিয়েন্টের সঙ্গে 16 জিবি ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

4. মোটোরোলা মোটো ই5 প্লাস

মোটো ই5 প্লাসে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 6 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে আছে। এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 8.0 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 435 চিপসেটে রান করে। এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য মোটো ই5 প্লাসের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর ও ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে ও এর সঙ্গেও ফ্ল‍্যাশ আছে। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড মোটোরোলার লোগো দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

5. লেনোভো কে8 নোট

এই ফোনটি বেশি দামে লঞ্চ করা হয়েছিল, তবে আজ 7,000 টাকা বাজেটেই বিক্রি করা হয়। লেনোভো কে8 নোট কর্নিঙ গোরিলা গ্লাস 3 কোটেড 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। মিডিয়াটেক এক্স23 এমটি6797ডি চিপসেটযুক্ত ফোনটিতে 2.3 গিগাহার্টসের প্রসেসর আছে। এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি আছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট

6. নোকিয়া 2.1

কম দামে নোকিয়াও একটি দারুণ ফোন লঞ্চ করেছে। কোম্পানি নোকিয়া 2.1 লঞ্চ করেছে যা 5.5 ইঞ্চির স্ক্রিনযুক্ত। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে এবং এতে 1 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। নোকিয়া 2.1 অ্যান্ড্রয়েড অরিওতে কাজ করে এবং পরবর্তী সময়েও এটি আপডেট করা যাবে। ফোটোগ্ৰাফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফর জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

7. মাইক্রোম‍্যাক্স ভারত 5 ইনফিনিটি এডিশন

মাইক্রোম‍্যাক্স কিছু দিন আগে কম দামে ভারত 5 ইনফিনিটি এডিশন লঞ্চ করে। নাম অনুযায়ী এতে 5.45 ইঞ্চির 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এতে 1 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি যোগ করেছে যা মেমরি কার্ড ব‍্যবহার করে 32 জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোটোগ্ৰাফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ও রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। অ্যান্ড্রয়েড গো যুক্ত ডুয়েল সিম এই ফোনটিতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

8. টেনর জি

এই ফোনটিও যথেষ্ট শক্তিশালী। এতে 13 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর‌ দেওয়া হয়েছে। এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 626 চিপসেটযুক্ত এই ফোনে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। এর সঙ্গে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। টেনর জিতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এটি 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে।

স‍্যামসাং আনতে চলেছে একদম নতুন “গ‍্যালাক্সি এফ” সিরিজ, ডায়েরির মতো ভাঁজ হয়ে যাওয়া ফোন এই সিরিজেই হবে লঞ্চ

9. মাইক্রোম‍্যাক্স ভারত 5 প্রো

মাইক্রোম‍্যাক্সের এই ফোনটিও যথেষ্ট ভালো। মাইক্রোম‍্যাক্স ভারত 5 প্রোতে কোম্পানি 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দিয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী ফোনটি 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন পর্যন্ত স্ট‍্যান্ডবাই দিতে সক্ষম। এতে 5.2 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন আছে। এতে 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসর আছে এবং এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে।

10. ইনফোকাস ভিশন 3

ইনফোকাসের এই ফোনটিও উল্লেখযোগ্য। ভিশন 3 তে 1440 × 720 পিক্সেল রেজলিউশনের সঙ্গে 5.7 ইঞ্চির ফুল ভিউ স্ক্রিন আছে। কোম্পানি ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্যোরেজের সঙ্গে পেশ করেছে। মিডিয়াটেক এমটি6750 চিপসেটযুক্ত এই ফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here