জন্মের পর‌ই বানানো যায় সদ‍্যোজাত শিশুর Aadhaar Card, বিস্তারিত জেনে নিন পদ্ধতি

আজকের দিনে দাঁড়িয়ে Aadhaar Card ভারতীয় নাগরিকদের অন‍্যতম প্রধান পরিচয়পত্র। সরকারি থেকে বেসরকারি যে কোনো জায়গায় আধার কার্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আধার কার্ড থাকলে খুব সহজেই অন্য যে কোনো ডকুমেন্ট তৈরি করা যায়। এত দিন দেশে পাঁচ বছরের পর থেকে সবার Aadhaar Card তৈরি করা যেত। কিন্তু সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যে কোনো বয়সের বাচ্চাদের Aadhaar Card তৈরি করা যাবে। অর্থাৎ শিশুর জন্মের পরের দিন‌ই তাঁর Aadhaar Card বানানো যায়।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে বিনামূল্যে লাইভ দেখবেন India England T20 ক্রিকেট ম‍্যাচ

এমন বহু মানুষ আছেন যারা শিশুর জন্মের পর থেকেই তাঁর জন্য বিভিন্ন সরকারি বা বেসরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করা শুরু করে দেন। আর খুব স্বাভাবিক ভাবেই যদি হাতে Aadhaar Card থাকে তবে যথেষ্ট সহজে এবং কম সময়ে যে কোনো ক্ষেত্রে আবেদন ও পরিষেবা উপভোগ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট বা শিশুদের জন্য চালু করা কোনো সরকারি পরিষেবার জন্য Aadhaar Card অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কাজ সহজে সম্পন্ন করার জন‍্য‌ই এখনশিশুদের‌ও Aadhaar Card দেওয়া হচ্ছে।

কিভাবে তৈরি করবেন শিশুদের Aadhaar Card?

1. আপনার বাড়ির ছোট্ট অতিথির জন্য আধার কার্ড পেতে সবার আগে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, লিঙ্ক পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন: কিভাবে নেবেন ল‍্যাপটপে Screenshots, দেখে নিন 10 টি সহজ উপায়

2. এখানে Book an Appointment সেকশনে গিয়ে ‘আধার রেজিস্ট্রেশন’ লিঙ্কে ক্লিক করুন।

3. এখানে মোবাইল নাম্বার বা ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু করতে হবে, এর জন্য মোবাইল নাম্বার বা ইমেইল আইডির মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করুন।

4. নতুন ফর্ম অ্যাপ্লাই করার অপশন আসবে, এখানে শিশুর নাম লিখুন। খেয়াল রাখবেন বাচ্চার নামের বানান যেন ভুল না হয়। যদি ইতিমধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র হাতে পেয়ে গিয়ে থাকেন তবে সেটি দেখে লিখুন।

5. কনফার্ম করার জন্য মোবাইল নাম্বার বা ইমেইল আইডি ভেরিফাই করুন।

আরও পড়ুন: WhatsApp অ্যাকাউন্ট সেফ রাখতে চাইলে এখনই এনেবল করুন এই 5টি সেটিংস

6. ভেরিফিকেশনের পর আপনার নিকটবর্তী আধার সেন্টারের লিস্ট থেকে পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করুন এবং সেখানে যাওয়ার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়ে নিন। এটিই অনলাইন প্রসেসের শেষ ধাপ, এরপর সমস্ত কাজ আধার সেন্টারে গিয়ে হবে।

7. অ্যাপয়েনমেন্টের নির্দিষ্ট সময় ও দিনে আপনার সিলেক্ট করা আধার সেন্টারে যেতে হবে। তার আগে, এখনও পর্যন্ত শিশুর যা যা ডকুমেন্ট আছে সব হাতের কাছে গুছিয়ে রাখুন।

8. আধার সেন্টারে মা বা বাবা যে কোনো একজনের Aadhaar Card চাওয়া হবে এবং সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে।

9. ডকুমেন্ট দেখানোর পর সেগুলি ভেরিফাই করা হবে এবং ভেরিফিকেশন হয়ে গেলে শিশুর নিজস্ব Aadhaar Card তৈরি করে দেওয়া হবে।

আরও পড়ুন: Covid-19 Vaccine এর জন্য কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ

10. জানিয়ে রাখি পুরো প্রসেসের কোথাও মা-বাবা বা শিশুর বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্ট

সদ‍্যোজাত শিশুর Aadhaar Card তাঁর মা বা বাবা যে কোনো একজনের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া বাচ্চার বার্থ সার্টিফিকেট বা হাসপাতাল থেকে দেওয়া জন্মের প্রমাণপত্র দেখাতে হবে। আবার মনে করিয়ে দিই এত দিন Aadhaar Card তৈরির সর্বনিম্ন বয়স ছিল পাঁচ বছর, যা এখন কমিয়ে এক দিন করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here