Whatsapp এর মাধ্যমেও বুক করা যাবে 1999 টাকার JioPhone Next, শুধুমাত্র ‘Hi’ লিখে পাঠালেই হয়ে যাবে আপনার ফোন বুক! জেনে এর পদ্ধতি

Reliance Jio এবং Google এর মিলিত হয়ে তৈরি করা Most Affordable 4G Smartphone JioPhone Next মার্কেটে চলে এসেছে। মুকেশ আম্বানি আগেই বলেছিলেন যে এই মোবাইল ফোনটি বিশ্বের সবচেয়ে সস্তা 4জি ফোন হবে এবং এখন এই ফোনটিকে মাত্র 1,999 টাকা দামে সেলের জন্য উপলব্ধ করে রিলায়েন্স জিও তাদের ফ‍্যানদের বড়ো উপহার দিয়েছে। ট‍্যারিফ প্ল‍্যান সহ অথবা 6,499 টাকা দিয়ে, দুইভাবেই জিওফোন নেক্সট কেনা যাবে। ফোনটির সেলের আগে এটিকে বুক করতে হবে এবং আগে আমরা সেই তথ‍্য‌ই জানিয়েছি যে যারা JioPhone Next কিনতে চান তারা কিভাবে JioPhone বুক করবেন ।

JioPhone Next Booking এর জন্য রিলায়েন্স জিও তিনটি অপশন পেশ করেছে যার ডিটেইলস আগে দেওয়া হয়েছে:

ওয়েবসাইটে গিয়ে বুক করুন

  1. জিওফোন নেক্সটের অনলাইন বুকিং করার জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তার জন্য এখানে ক্লিক করুন
  2. এখানে আপনি ‘I am Interested’ এর অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন
  3. এখানে ‘Register Interest’ ফিল করতে হবে, এখানে আপনার নাম ও মোবাইল নাম্বার দিতে হবে
  4. ডিটেইলস দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে OTP আসবে, সেটিকে দিয়ে ভেরিফাই করুন
  5. ডিটেইলস ভেরিফাই হ‌ওয়ার পরে আপনার অ্যাড্রেস দিতে হবে, সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেলে ইন্টারেস্ট রেজিস্টার হয়ে যাবে

WhatsApp এর মাধ্যমে করুন বুক

  1. JioPhone Next কে হোয়াটস‌অ্যাপের মাধ্যমে বুক করার জন্য কোম্পানির দেওয়া নাম্বারে ম‍্যাসেজ করতে হবে
  2. হোয়াটস‌অ্যাপে 70182-70182 নাম্বার‌টিকে সেভ করতে হবে
  3. 70182-70182 নাম্বারে‌র ম‍্যাসেজ বক্সে গিয়ে ‘Hi’ লিখে সেন্ড করুন
  4. WhatsApp এ ম‍্যাসেজ পাঠানোর পরে কোম্পানির পক্ষ থেকে ইন্টারেস্ট রেজিস্টারের কন্ফরমেশানের ম‍্যাসেজ দেওয়া হবে
  5. কন্ফরমেশান পেয়ে যাওয়ার পরে আপনার নিকটবর্তী জিওমার্ট স্টোরে গিয়ে JioPhone Next কে সংগ্রহ করতে পারবেন।

JIOMART এ গিয়ে করুন বুক

উপরে বলা অপশন গুলি ছাড়াও জিওফোন নেক্সট নেওয়ার জন্য ইচ্ছুক গ্রাহকরা সরাসরি জিওমার্ট রিটেইল স্টোরে গিয়েও নিজের ফোন বুক করতে পারবেন। এখানে ইউজারকে নিজস্ব কিছু ডিটেইলস দিতে হবে এবং ফোনের পেমেন্ট মোড অথবা ইএম‌আইয়ের অপশন বেছে নিতে হবে। শোনা যাচ্ছে তে জিওর ওয়েবসাইট এবং হোয়াটস‌অ্যাপে বুক করার পরেও জিওমার্ট স্টোর অথবা জিওর আধিকারিক রিটেইলার‌দের কাছে গিয়েই ফোনটি নিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here