Ola ঘোষণা করেছে যে 15 আগস্ট তারা নিজের Ola Electric Scooter লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই স্কুটারের বুকিং আগেই শুরু করে দিয়েছিল যেখানে শুধুমাত্র 499 টাকা দিয়ে আপনি নিজের স্কুটার বুক কলতে পারবেন। অথচ এখনো পর্যন্ত স্কুটারের প্রাইসের তথ্য দেওয়া হয়নি কিন্তু ওলা স্কুটার আগেই জানিয়েছে যে এই স্কুটার অনুকূল দামেই লঞ্চ হবে। আবার এও বলা হয়েছে যে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি টাকা ফেরত পাবেন। এরকম অবস্থায় Ola Electric Scooter কে নিয়ে অনেকটাই চর্চা হচ্ছে আর অনেকেই এটি বুক করতে চায়। যদি আপনিও নিজের জন্য রিসার্ভ করতে চান তাহলে তার প্রক্রিয়া আমরা বলেছি।
কিভাবে করবেন Ola Electric Scooter বুক
Ola Electric Scooter বুক করার প্রক্রিয়া খুবই সহজ। এর জন্য সবার আগে আপনাকে https://olaelectric.com/ এ যেতে হবে। এখানে হোম পেজের নিচে রিসার্ভ 499 এর অপশন পাবেন। আপনাকে এতেই ক্লিক করতে হবে।
ক্লিক করতেই আপনার সামনে নতুন উইন্ডোজ খুলে আসবে আর এখানে মোবাইল নাম্বারের অপশন পাবেন। এখানে আপনাকে নিজের মোবাইল নাম্বার দিতে হবে আর নেক্সট করতে হবে।
নেক্সট করার পরে ফোনে ভেরিফিকেশন ওটিপি আসবে আর আপনাকে সেটি দিয়ে নেক্সট করতে হবে। এরপরে আপনার নিজের পুরো নাম আর ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন দেখতে পাবেন।
এটি ভরার পরে যেই আপনি আগে এগোবেন পেমেন্টের অপশন আসবে। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই একাউন্ট অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর সাথেই আপনার বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
আপনার স্কুটারের বুকিংয়ের ম্যাসেজ রেজিস্টার ফোন নাম্বারে চলে আসবে। যখন ওলার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে কোম্পানি নিজেই আপনাকে কন্ট্যাক্ট করবে।
Ola Electric Scooter এর বুকিং দেশের মোট 10000 শহরে হচ্ছে। এই স্কুটার সম্পর্কে আপাতত বেশি তথ্য আসেনি কিন্তু কোম্পানি বলেছে যে এটি 18 মিনিটে 75 কিলোমিটার এর দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন