Vodafone Idea নাম্বার জানতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

যখনই আমরা একটি নতুন সিম কার্ড নিই তখন আমাদের সেই নতুন নম্বর মনে রাখতে কিছুটা সময় লাগে। হঠাৎ করে কেউ আমাদের নম্বর চাইলে আমরা সহজে নতুন নম্বর বলতে পারিনা। আজকের এই পোস্টে আপনাদের Vodafone এর নম্বর খুঁজে বের করার সহজ পদ্ধতি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন কোন কোন iPhones পাবে iOS 17 এবং কোন আইফোন পাবে না এই আপডেট, রইল লিস্ট

Vodafone এর নম্বর বের করার পদ্ধতি

  • USSD কোডের মাধ্যমে Vodafone মোবাইল নম্বর নম্বর বের করার পদ্ধতি
  • Vodafone অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর বের করার পদ্ধতি
  • ফোনের সেটিংস থেকে নম্বর বের করার পদ্ধতি
  • নেটওয়ার্ক সেটিং থেকে নম্বর বের করার পদ্ধতি

USSD কোডের মাধ্যমে Vodafone মোবাইল নম্বর

টেলিকম কোম্পানিগুলো ইউজারদের USSD পরিষেবা প্রদান করে। এটি মোবাইল (GSM) কমিউনিকেশন টেকনোলজির গ্লোবাল সিস্টেম। USSD কোডের সম্পূর্ণ নাম হল Unstructured Supplementary Service Data, মোবাইল কোম্পানিগুলি বিভিন্ন পরিষেবার জন্য ইউজারদের বিভিন্ন USSD কোড প্রদান করে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোড হয়। আরও পড়ুন: 100টিরও বেশি মোবাইল অ্যাপে পাওয়া গেছে ক্ষতিকর ম্যালওয়্যার, এখনই করে দিন ডিলিট

স্টেপ 1 : সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলে ফোন অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2 : তারপর আপনাকে আপনার ফোন থেকে *111*2# ডায়াল করতে হবে এবং Vodafone থেকে কল করতে হবে।

স্টেপ 3 : তারপর আপনার ফোনে একটি ফ্ল্যাশ মেসেজ দেখা যাবে, যেখানে আপনি আপনার ভোডাফোন মোবাইল নম্বর দেখতে পাবেন।

Vodafone অ্যাপ থেকে জেনে নিন মোবাইল নম্বর

স্টেপ 1 : প্রথমত, আপনাকে আপনার ফোনের অ্যাপ স্টোর থেকে Vodafone অ্যাপটি ডাউনলোড করতে হবে।

স্টেপ 2 : এই অ্যাপটি অটোমেটিক ভাবে আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবে। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Redmi 12 ফোনটির স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ডিটেইলস

ফোনের সেটিংস থেকে জেনে নিন মোবাইল নম্বর

স্টেপ 1 : প্রথমে আপনাকে ফোনের সেটিংস মেনু খুলতে হবে।

স্টেপ 2 : এবার আপনাকে About Phone এ যেতে হবে।

স্টেপ 3 : About Phone এ আপনাকে ‘Status Information ‘ এ ক্লিক করতে হবে।

স্টেপ 4 : এখানে সবার উপরে থাকা Slim Card Status এ ক্লিক করতে হবে। আপনি সিম নম্বর জানতে পারবেন। আরও পড়ুন: চাইনিজ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 5 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

নেটওয়ার্ক সেটিং থেকে মোবাইল নম্বর খুঁজুন

স্টেপ 1 : সবার প্রথমে আপনাকে ফোনের সেটিং মেনু খুলতে হবে।

স্টেপ 2 : এখন আপনাকে নেটওয়ার্ক সেটিং অপশন ক্লিক করতে হবে।

স্টেপ 3 : এখানে আপনাকে সিম কার্ড ম্যানেজার অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4 : পরবর্তী পেজে আপনি মোবাইলে উপস্থিত সিম সম্পর্কে তথ্য পাবেন। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Infinix Note 30 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here