লক ডাউনের সময় বাড়ি বসে বোর হচ্ছেন? বিনামূল্যে এই অ্যাপগুলি আপনাকে জুড়ে রাখবে আপনার বন্ধুদের সঙ্গে

গোটা বিশ্বে হাহাকার ছড়িয়ে করোনা ভাইরাস এখন ভারতেও তার প্রভাব বিস্তার করছে। ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্ত ব‍্যাক্তিদের সংখ্যা 600 পেরিয়ে গেছে। গত পরশু অর্থাৎ 24 মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার সংক্রমণ যাতে আরও বিপজ্জনক পর্যায়ে না চলে যায় সেই উদ্দেশ্যে 21 দিনের জন্য ভারত লক ডাউনের ঘোষণা করেন। আগামী 14 এপ্রিল পর্যন্ত দেশের সমস্ত সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়িতেই থাকার উপদেশ দেওয়া হয়েছে। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর আপাতত বন্ধ রাখা হয়েছে এবং অকারণে কাউকে বাইরে ঘোরাঘুরি করতে বারণ করা হয়েছে। গতকাল রাত 12 টা থেকে যে যেখানে আছেন তাকে সেখানেই থাকতে বলা হয়েছে। বাড়ির বাইরে বেরিয়ে কোনো বন্ধু বা আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে এবং সময় কাটাতে বারণ করা হয়েছে। যদি আপনার একান্ত কোনো প্রয়োজন হয় বা কাউকে খুব মিস করছেন তবে এই আর্টিকলটি আপনার জন্য। আমরা এমন পাঁচটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করতে চলেছি যার সাহায্যে আপনারা বিনামূল্যে আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে লাইভ ভিডিও চ‍্যাট করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এক কথায় সেইসব অ্যাপগুলি সম্পর্কে জেনে নিন যার সাহায্যে বিনামূল্যে ভিডিও কল করতে পারবেন।

আরও পড়ুন: Jio নিয়ে এল Coronavirus চেক করার টুল, জেনে নিন কিভাবে করবেন চেক

WhatsApp

বর্তমানে হোয়াটস‌অ্যাপ ভারতের নাম্বার ওয়ান ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ। আজকের দিনে দাঁড়িয়ে আট থেকে আশি সবার ফোনেই ধরতে গেলে হোয়াটস‌অ্যাপ আছে। চ‍্যাট করা ও ইন্টারেস্টিং স্ট্যাটাস পোস্ট করার সঙ্গে সঙ্গে এই অ্যাপের সাহায্যে ভিডিও কল‌ও করা যায়। হোয়াটস‌অ্যাপের ক্ষেত্রে কোনো অচেনা ব‍্যাক্তির করা অস্বস্তিকর ভিডিও কলের ঝামেলা পোহাতে হয় না। সবচেয়ে বড় কথা ফোনে সঠিক নাম্বার থাকলে তবেই ভিডিও কল করা যায়। এই অ্যাপের সাহায্যে পার্সোনাল ভিডিও কল করার সঙ্গে সঙ্গে এক সঙ্গে চার জনের সঙ্গে গ্ৰুপ ভিডিও কল উপভোগ করা যায়।

Facebook Messenger

আগেই বলেছি হোয়াটস‌অ্যাপের সাহায্যে শুধুমাত্র সেইসব ইউজারদের সঙ্গে ভিডিও কল করা যায় যাদের নাম্বার কন্ট‍্যাক্টে সেভ করা আছে। কিন্তু প্রত‍্যেকের‌ই কম বেশি এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান করা হয়নি বরং তাদের সঙ্গে শুধু ইন্টারনেটে অনলাইন চ‍্যাটের মাধ্যমে কথা হয়। এইসব অনলাইন বন্ধুদের জন্য ফেসবুক বেস্ট। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি ফেসবুক থেকে ভিডিও চ‍্যাট করার জন্য হয় ফেসবুকের ডেক্সটপ সাইট ব‍্যবহার করতে হবে নয়ত আলাদা করে ফেসবুকের ম‍্যাসেঞ্জার অ্যাপটি ইনস্টল করতে হবে। এই ফেসবুক ম‍্যাসেঞ্জারটিও একটি সম্পূর্ণ ফ্রি অ্যাপ্লিকেশন এবং এর সাহায্যে এক সঙ্গে 8 জন ব‍্যাক্তির সঙ্গে গ্ৰুপ ভিডিও কল করা যায়।

আরও পড়ুন: জেনে নিন দেশের লক ডাউন পিরিয়ডে কোন টেলিকম কোম্পানি কি বেনিফিট দিচ্ছে

Google Duo

টেক জগতের অন‍্যতম স্বনামধন্য কোম্পানি গুগল তার ইউজারদের জন্য ম‍্যাসেজিং অ্যাপ হিসেবে গুগল ডুও পেশ করেছিল। এই অ্যাপের সাহায্যে একটি স্মার্টফোন থেকে অত‍্যন্ত স্বচ্ছন্দে আরেকটি স্মার্টফোনে ভিডিও কল করা যায়। এর জন্য আপনাকে আপনার গুগল আইডির সাহায্যে লগইন করতে হবে এবং যাকে ভিডিও কল করতে চান তাঁর জিমেইল আইডি জানতে হবে। এই গুগল ডুওর সাহায্যেও এক সঙ্গে 8 জনের সঙ্গে ভিডিও কল করা যায়। সবচেয়ে বড় কথা এই অ্যাপে ম‍্যাসেঞ্জারের মতোই আকর্ষণীয় ফিল্টার পাওয়া যায় এবং এই অ্যাপটিও সম্পূর্ণ ফ্রি।

FaceTime

এই ফেসটাইম অ্যাপটি মূলত আইফোন ইউজারদের জন্য। ফেসটাইম ব‍্যবহার করার জন্য আলাদাভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ ফোনে ইনস্টল করার প্রয়োজন হয় না। আইফোনের ক্যাক্ট্যাক্টের নাম্বার নিজে থেকেই ফেসটাইমের সঙ্গে যুক্ত হয়ে যায়। আইফোন থেকে ফেসটাইম ব‍্যবহারের সময় সেলুলার নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাইও ব‍্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল একজন আইফোন ইউজার তাঁর ফোনেও ইন বিল্ট ফেসটাইম অ্যাপের সাহায্যে এক সঙ্গে 32 জনের সঙ্গে ভিডিও কল করতে পারেন। তবে হ‍্যাঁ যার সঙ্গে ফেসটাইম অ্যাপের সাহায্যে ভিডিও কল করা হয় তাঁর কাছেও আইফোন থাকা আবশ্যক।

আরও পড়ুন: এখন ভারতে লঞ্চ করা হবে না Realme Narzo 10 এবং Narzo 10A, Coronavirus এর প্রভাবে স্থগিত রাখা হল সমস্ত লঞ্চ

Skype

স্কাইপের পরিষেবা যত পুরোনো এটি ততটাই বিশ্বাসযোগ্য। বেশ কিছু বছর ধরে স্কাইপ ভিডিও কলের পরিষেবা দিয়ে আসছে। এই অ্যাপটি স্মার্টফোনের সঙ্গে সঙ্গে ল‍্যাপটপ ও কম্পিউটারেও ব‍্যবহার করা যায়। আপনার কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাক বা আইফোন কোনো সমস‍্যাই নয়, শুধুমাত্র প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here