‘No Network’ এও ফোন থেকে করা যাবে কল, জেনে নিন দারুণ ট্রিক

5G in India খুব শীঘ্রই বাস্তব হতে চলেছে। 5G Service শুরু হতেই 5G Network এ সুপার ফাস্ট পাওয়া যাবে 5G Internet, এমনটাই স্বপ্ন দেখাচ্ছে Jio, Airtel এবং Vi। যদিও অন্যদিকে মোবাইল ইউজার বলছে যে 5 জি সার্ভিস আসার আগে 4 জি নেটওয়ার্ক পরিসেবা ঠিক করা হোক। আসলে বেশিরভাগ ক্ষেত্রে নেটওয়ার্ক কভারেজ কম পাওয়া যায় যার জন্য ইন্টারনেট স্লো হয়। এর জন্যই ভারতীয় মোবাইল ইউজাররা ক্ষুদ্ধ। কিন্তু আপনি কি জানেন এই No Network এ আপনি আপনার ফোন থেকে কল করতে পারবেন। এই আর্টিকেলে আমরা আপনাকে এমনই একটি ফিচার সম্পর্কে জানাবো।

ফোনে নেটওয়ার্ক না থাকলে বা কম থাকলে সেলুলোর সার্ভিস কমজোর হয়ে পরে কিন্তু এই পরিস্থিতিতে ভয়েস কল করতে বা রিসিভ করার জন্য যে টেকনিকের উদ্ভাবন করা হয়েছে সেটির নাম হলো VoWiFi মানে WiFi Calling। এখানে VoWiFi এর মানে হলো ভয়েস ওভার ওয়াইফাই। Reliance Jio, Airtel এবং Vodafone Idea তিনটি টেলিকম কোম্পানি তাদের উপভোক্তাদের জন্য এই সার্ভিসটি দেশে রোলআউট করে দিয়েছে, যেটির জন্য মোবাইল ইউজাররা খারাপ নেটওয়ার্কে বিনা খরচায় সহজেই ভয়েস কলিং করতে পারবে।

ওয়াইফাই কলিং কী?

ওয়াইফাই কলিং মানে VoWiFi মানে (WiFi = ওয়ারলেস ফিডেলিটি)। সাধারণ ভাবে নিজের ফোন থেকে যখন কোনো নম্বরে ফোন করা হয় বা রিসিভ করা হয় তখন সেলুলোর নেটওয়ার্কের দ্বারা হয়ে থাকে। VoLTE মানে ভয়েস ওভার এলটিই (LTE = এবং লং টাইম এভুলিউশন) এক পা এগিয়ে এই টেকনিকে এই রকম কলিং ওয়াইফাই নেটওয়ার্ক এর দ্বারা হয়। মানে মোবাইলে যদি সিগন্যাল না থাকে তো তাহলেই ওয়াইফাই কানেকশনের দ্বারা কল করা যেতে পারে। এটির জন্য টেলিকম সার্ভিস অ্যাক্টিভেট হওয়ার সাথে মোবাইল ফোনে ওয়াইফাই কলিং এনাবেল হওয়া প্রয়োজন।

এভাবে চালু করুন আপনাকে ফোনে ওয়াইফাই কলিং

1. অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন দুটিতেই VoWiFi অ্যাক্টিভেট করার জন্য ফোনে সেটিংস যান এবং কানেকশনের অপশনটি দেখুন।

2. এখানে Wi-Fi calling এর অপশন থাকবে,সেটি এনাবেল করে দিন।

3. এই সেটিংস এনাবেল করার পর মোবাইল ফোনে মজুত যেকোনো ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করুন।

4. এখানে VoLTE এবং VoWiFi যদি দুটি অপশনই থাকে তাহলে দুটি অপশনই অন করে দিন, ভালো হবে।

5. এখন যখন আপনি নরমাল কল করবেন যদি সিঙ্গেল নেটওয়ার্ক থাকে তাহলে মোবাইল নেটওয়ার্ক নিজে থেকে ওয়াইফাই তে চলবে এবং কল VoWiFi তে চলতে থাকবে।

নোট: সব ব্র্যান্ডের স্মার্টফোনে VoWiFi এনাবেল করার অপশন আলাদা আলাদা হতে পারে। এরজন্য সেটিংস খুলে সোজা ওয়াইফাই কলিং সার্চ করে নিতে হবে এতে সময় এবং স্টেপ দুটোই বাচবে।

My Jio App, Airtel Thanks App এবং VI App থেকেও হবে VoWiFi অন

যদি মোবাইল ফোন থেকে সেটিংস বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তাহলে টেলিকম কোম্পানি ইউজারদের ওয়াইফাই কলিং অন করার অন্য অপশনও আছে। এর জন্য আপনি যেই কোম্পানির সিম ব্যাবহার করেন ওই কোম্পানির মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। রিলায়েন্স জিও ইউজাররা My Jio App, এয়ারটেল উপভোক্তারা Airtel Thanks App এবং ভোডাফোন আইডিয়া গ্রাহক VI App এর দ্বারা আপনার ফোনে VoWiFi অন করতে পারেন। এখানে শুধু আপনার মোবাইল ফোনের ব্র্যান্ড এবং মডেল নম্বর দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here