আপনি কি TV তে সমস্ত চ‍্যানেল দেখেন না? জেনে নিন নিজের পছন্দ মতো প‍্যাকেজ তৈরির পদ্ধতি

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এই বছর জুন মাসে একটি চ‍্যানেল সিলেক্টার ওয়েব পোর্টাল লঞ্চ করেছিল। এই পোর্টাল ব‍্যবহার করে ইউজার‍রা অত্যন্ত সহজে নিজেদের কেবল এবং ডিটিএইচ চ‍্যানেলের একটি প‍্যাক ক্রিয়েট করতে পারবেন। এই ওয়েব পোর্টালটি মূলত সেইসব গ্ৰাহকদের জন্য যথেষ্ট কার্যকর হতে চলেছে যারা তাদের টিভিতে সমস্ত চ‍্যানেল দেখার বদলে কিছু বাছাই করা চ‍্যানেল দেখতেই পছন্দ করেন। ট্রাইয়ের এই নতুন ওয়েব পোর্টালে গ্ৰাহকরা প্রায় 15টি সার্ভিস প্রোভাইডারের চ‍্যানেল প‍্যাক মোডিফাই করতে পারবেন এবং পেমেন্ট করার আগে টাকা অ্যানালিসিস‌ও করতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক ট্রাইয়ের এই চ‍্যানেল সিলেক্টার ওয়েব পোর্টাল কিভাবে কাজ করে।

আরও পড়ুন: Motorola লঞ্চ করল ভারতের সবচেয়ে পাতলা এবং হালকা 5G স্মার্টফোন Motorola Edge 20, এতে রয়েছে 108MP ক‍্যামেরা

কিভাবে ব‍্যবহার করবেন এই পোর্টাল?

  • যদি আপনি আপনার টিভির বর্তমান চ‍্যানেল প‍্যাকেজ মোডিফাই করতে চান তবে প্রথমে আপনাকে CSAP Web Portal (https://channel selector.tri.gov.in/) সাইটে যেতে হবে।
  • ওয়েবসাইট ওপেন হলে ডানদিকে নিজের সাবস্ক্রাইবার সিলেক্ট করে লগইন করতে হবে।
  • লগইন করার জন্য নিজের ডিটিএইচ কোম্পানি সিলেক্ট করুন।
  • এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে তিনটি অপশন দেওয়া হবে।
  • প্রথম অপশনটি হল আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের। এক‌ইভাবে দ্বিতীয় এবং তৃতীয় অপশনগুলি হল যথাক্রমে সাবস্ক্রাইবার আইডি এবং সেট টপ বক্সের নাম্বার।
  • এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করুন।
  • এরপর আপনার ফোনে একটি OTP পাঠানো হবে, সেটি এন্টার করুন।
  • এবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনার কোন কোন চ‍্যানেল সিলেক্ট করা আছে তা এই পেজে দেখা যাবে।
  • যদি আপনি কোনো চ‍্যানেল বাদ দিতে অথবা নতুন চ‍্যানেল যুক্ত করতে চান তবে এডিট সাবস্ক্রিপশনে ক্লিক করুন।
  • এবার একটি লম্বা চ‍্যানেলের লিস্ট দেখা যাবে।
  • এবার আপনি যেসব চ‍্যানেল বাদ দিতে চান সেই চ‍্যানেলের নামের পাশে টিক সরিয়ে দিন এবং যে চ‍্যানেল যোগ করতে চান তার পাশে টিক করুন।
  • সব করা হয়ে গেলে ‘Proceed’ অপশনে ক্লিক করুন।
  • এবার ‘Optimization’ এ ক্লিক করুন এবং এরপর ‘OK’ বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনাকে কিছু ফ্রি চ‍্যানেল অফার করা হবে। যদি আপনি সেগুলি নিতে চান তবে সেগুলি সিলেক্ট করে ‘Add Channels’ এ ক্লিক করুন।
  • এবার ‘Proceed’ বাটনে ক্লিক করলে আপনার টিভিতে শুধু সেই চ‍্যানেলগুলিই চলবে যেগুলি আপনি সিলেক্ট করেছেন।

আরও পড়ুন: 12GB র‍্যাম আর 48MP ক‍্যামেরার Vivo X60 এর দাম হলো কম, জানুন নতুন দাম

এভাবেও চ‍্যানেল সিলেক্ট করতে পারবেন

মনে করিয়ে দিই 2018 সালে TRAI চ‍্যানেল সিলেক্ট অ্যাপ লঞ্চ করেছিল। যখন এই শুধুমাত্র বাছাই করা চ‍্যানেলের জন্য দাম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তখনই এই অ্যাপ পেশ করা হয়। এই অ্যাপ ব‍্যবহার করেও ইউজাররা নিজেদের পছন্দসই চ‍্যানেলের প‍্যাকেজ তৈরি করতে পারেন। তবে যেসব ইউজারদের এই অ্যাপ ব‍্যবহার করতে অসুবিধা হয় তাদের কথা মাথায় রেখে এই ওয়েব পোর্টাল পেশ করা হয়েছে।‌

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here