ফোনের স্ক্রিন থেকে স্ক্র‍্যাচ সরানোর 5টি দুর্দান্ত উপায়

যে কোনো ব‍্যাক্তি নতুন ফোন কেনার সময় সেটির স্টাইল, ডিজাইন ও ফিচার দেখে প্রেমে পড়ে যায়। প্রথমবার যখন চকচকে স্ক্রিনটায় যখন আলো জ্বলে ওঠে তখন তো কোনো কথাই নেই। কিন্তু সেই প্রথম থেকেই সবার মনে স্ক্র‍্যাচ নিয়ে ভয় থাকে এবং অনিচ্ছা সত্ত্বেও প্রায় প্রতিটি ফোনেই স্ক্র‍্যাচ পড়েই যায়। ফোনের প্রথম স্ক্র‍্যাচ যেন বুকে দাগ কেটে যায়, তারপর ধীরে ধীরে এর অভ‍্যাস হয়ে যায় এবং এক‌ই সঙ্গে তাল মিলিয়ে গোটা স্ক্রিনে ভরে ওঠে স্ক্র‍্যাচের রাজত্ব। এরপর পরিস্থিতি এমন হয়ে যায় যে নিজের এত শখের ফোনটাই আর ব‍্যবহার করতে ইচ্ছা করে না। কিন্তু তখন কিছু করারও থাকে না। কারণ স্ক্রিন রিপ্লেস করানো মানে অনেকগুলো টাকার ধাক্কা, অথচ স্ক্র‍্যাচ লাগা স্ক্রিন ব‍্যবহার করতেও মন চায় না। তাই আজ এমন কিছু টিপস বলতে চলেছি যার সাহায্যে ফোনের স্ক্র‍্যাচ খুব সহজেই ঠিক করা যায়। এত সহজে তো আর নতুন স্ক্রিন পাওয়া যায় না, তবে এই পদ্ধতিগুলির সাহায্যে স্ক্র‍্যাচ আনেকটাই কম দেখা যাবে।

আরও পড়ুন: খুব সহজেই লুকানো যায় WhataApp এর সিক্রেট চ‍্যাট, জেনে নিন পদ্ধতি

1. ম‍্যাজিক ইরেজার

ফোনের স্ক্রিন থেকে স্ক্র‍্যাচ সরানোর অনেক উপায় থাকলেও এর মধ্যে সবচেয়ে বেস্ট ম‍্যাজিক ইরেজার। ম‍্যাজিক ইরেজার মূলত স্ক্রিনের ময়লা পরিষ্কার করার জন্য ব‍্যবহৃত হয় কিন্তু স্ক্রিনের ছোটখাটো স্ক্র‍্যাচ‌ও এর সাহায্যে খুব সহজেই লুকিয়ে ফেলা যায়। তবে ম‍্যাজিক ইরেজার যথেষ্ট সাবধানতার সঙ্গে ব‍্যবহার করতে হয়।

2. কার বক্স

গাড়ি বা বাইক ঝকঝকে পরিস্কার করার জন্য নিশ্চয়ই বক্স পলিশ ব‍্যবহার করতে দেখেছেন। এই পলিশ দিয়ে ফোনের স্ক্র‍্যাচ পর্যন্ত পরিস্কার করা যায়। এমনকি বললে খুব একটা ভুল হবে না যে এটা অন‍্যতম। ফোনের স্ক্রিনে অল্প পরিমাণে পলিশ লাগিয়ে এক টুকরো তুলো দিয়ে পুরো স্ক্রিনে ভালো করে মাখাতে হবে। এরপর কিছুক্ষণ পরে পলিশ শুকিয়ে গেলে একটি পরিস্কার শুকনো তুলো দিয়ে স্ক্রিন মুছে নিতে হবে। এতে ফোনের স্ক্রিন আনেকটা নতুনের মতো দেখাবে এবং স্ক্র‍্যাচ অনেকাংশেই দেখা যাবে না।

আরও পড়ুন: ফ‍্যাকাশে ছবিকে সজীব করে তোলে পাঁচটি সিম্পল ফোটো এডিটিং টিপস, তৃতীয় পদ্ধতি সম্পর্কে হয়তো আপনিও জানেন

3. টুথপেস্ট

কখনও ভেবে দেখেছেন যে টুথপেস্ট দিয়ে প্রতিদিন সকালে দাঁত পরিস্কার করেন সেই টুথপেস্ট আপনার ফোন পরিস্কার করতে কতটা কার্যকরী হতে পারে? ঠিকই পড়েছেন, টুথপেস্ট! পুরোপুরি না হলেও স্ক্রিনের স্ক্র‍্যাচ টুথপেস্ট ব‍্যবহার করে আনেকটাই সরানো যায়। এর জন্য এক টুকরো তুলোয় করে অল্প টুথপেস্ট নিয়ে পুরো স্ক্রিনে লাগাতে হবে। তবে খেয়াল রাখবেন, স্পীকারে যেন একটুও না লাগে। কিছুক্ষণ পর আরেক টুকরো তুলো দিয়ে স্ক্রিন পরিস্কার করে নিন। পার্থক্য নিজেই দেখুন। তবে জেল টুথপেস্টের বদলে সাদা টুথপেস্ট ব‍্যবহার করুন। ফোনে যদি স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে তাহলে এই ট্রিকের কোনো তুলনা নেই।

4. বেকিং সোডা

আজ্ঞে হ‍্যাঁ, স্ক্রিনের স্ক্র‍্যাচ লুকাতে বেকিং সোডার ভূমিকাও অতুলনীয়। সবার আগে বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর তুলোর সাহায্যে ভালো করে গোটা স্ক্রিনে এই পেস্ট মাখিয়ে নিন। যেহেতু এতে জল রয়েছে অর্থাৎ তরল পদার্থ এবং গড়িয়ে স্পীকার বা অন্য কোনো অংশে চলে যেতে পারে তাই এক্ষেত্রে একটু বেশিই সাবধান থাকা প্রয়োজন। কিছুক্ষণ রাখার পর শুকনো কাপড় বা তুলো দিয়ে ভালো করে মুছে নিলেই হয়ে গেল। দেখবেন স্ক্রিন থেকে ছোটখাটো স্ক্র‍্যাচ অনেকাংশে কমে গেছে।

আরও পড়ুন: দুটি ফোনে ব‍্যবহার করুন একটি WhatsApp, জেনে নিন পদ্ধতি

5. পেনসিল ইরেজার

ছোট বাচ্চারা যে ইরেজার দিয়ে পেনসিলের লেখা মোছে সেই ইরেজার পর্যন্ত স্ক্রিনের স্ক্র‍্যাচ ঠিক করতে পারে। স্ক্র‍্যাচ সরানোর জন্য হালকা চাপ দিয়ে ধীরে ধীরে স্ক্রিনে ইরেজার ঘষুন। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিন থেকে স্ক্র‍্যাচ আনেকটাই কমে যাবে। তবে এক্ষেত্রে ভালো কোয়ালিটির নরম ইরেজার ব‍্যবহার করুন। সবচেয়ে ভালো হয় পেনসিলে লাগানো ছোট ইরেজারগুলি ব‍্যবহার করলে।

কিন্তু মনে রাখবেন, অনেক সময় দেখে থাকবেন স্ক্রিনের স্ক্র‍্যাচ সারানোর জন্য ভেজিটেবল অয়েল, ভেজলিন জেলী, বেবি পাউডার বা কলার খোসা ব‍্যবহার করতে বলা হয়। অয়েল বা জেলী জাতীয় প্রোডাক্ট ব‍্যবহার করলে কিছুক্ষণের জন্য স্ক্রিন চকচক করলেও পরে সেটি স্ক্রিনের আরও বেশি ক্ষতি করে। অন‍্যদিকে কলার খোসা ফোন বা ফোনের স্লট খারাপ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here