আসছে Nokia 8.3 5G এর অ্যাডভান্স ভার্সন, জেনে নিন নতুন নাম

নোকিয়া গত বছর ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে Nokia 8.3 5G নামের স্মার্টফোন লঞ্চ করেছিল। সুন্দর ডিজাইনের এই ফোনে 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছিল এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে। এবার খবর পাওয়া গেছে কোম্পানি এই ফোনের আপগ্ৰেডেড ভার্সন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে Nokia 8.3 5G ফোনটির নেক্সট লেভেল‌ই Nokia G10 নামে পেশ করা হতে পারে।

আরও পড়ুন: লিক হল Samsung Galaxy M42 5G, কম রেঞ্জে আসছে 5G ফোন

NokiaPowerUser ওয়েবসাইটের পক্ষ থেকে Nokia 8.3 5G এর আপগ্ৰেডেড ভার্সনের কথা জানানো হয়েছে। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এইচ‌এমডি গ্লোবাল তাদের এই ফ্ল‍্যাগশিপ ফোনটি Nokia G10 নামে পেশ করবে। এই ফোনে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের কোনো নতুন চিপসেট দেওয়া হবে যার নাম স্ন‍্যাপড্রাগন 775 অথবা স্ন‍্যাপড্রাগন 775জি রাখা হতে পারে। এটি নোকিয়া 8.3 5জিতে ব‍্যবহৃত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি এর উন্নত ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। এই আগামী ফোনটির অন‍্যান‍্য স্পেসিফিকেশন জানার জন্য এখন অপেক্ষা করা হচ্ছে।

Nokia 8.3 5G

কোম্পানির পক্ষ থেকে Nokia 8.3 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.81 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল স্ক্রিন আছে। নোকিয়া এই ডিসপ্লের নাম রেখেছে ‘পিওর ডিসপ্লে’। এই ফোনে অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে যা SA/NSA ডুয়েল মোড 5জি সাপোর্ট করে।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে বিনামূল্যে লাইভ দেখবেন India England T20 ক্রিকেট ম‍্যাচ

আন্তর্জাতিক মার্কেটে Nokia 8.3 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। উভয় ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি যেহেতু এতে অ্যান্ড্রয়েড ওয়ান ভার্সন রয়েছে তাই আগামী দুই বছর পর্যন্ত ফোনটি অ্যান্ড্রয়েডের সমস্ত লেটেস্ট আপডেট পাবে।

ফোটোগ্রাফির জন্য Nokia 8.3 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো লেন্স রয়েছে। এই ফোনে ZEISS লেন্স টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এছাড়া Nokia 8.3 5G এর ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy M12, দাম মাত্র 10,999 টাকা

Nokia 8.3 5G একটি ডুয়েল মোড 5জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ওটিজি টেকনিকযুক্ত 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী রয়েছে। গ্লোবাল মার্কেটে Nokia 8.3 5G ফোনটি পোলার নাইট কালারে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here