কিছু দিন আগে শাওমি চীনে তাদের নাম্বার সিরিজের Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই সিরিজে নতুন Xiaomi 15 Ultra স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো না হলেও ক্রমাগত এই বিষয়ে লিক প্রকাশ্যে আসতে শুরু করেছে। লেটেস্ট লিকে ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন কেমন হতে পারে।
Xiaomi 15 Ultra ফোনের স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ফোনটির ক্যামেরা সেটআপ সম্পর্কে জানিয়েছেন।
- লিক অনুযায়ী Xiaomi 15 Ultra ফোনে 23mm ফোকাল লেন্থ ও f/1.6 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল [রাইমারি সেন্সর থাকতে পারে। অর্থাৎ এবার কোম্পানি ফিজিক্যাল ফোকাল লেন্থ বাড়াতে চলেছে, যার ফলে কম আলোতেও ছবি তুলতে কোনো সমস্যা হবে না।
- লিকে নতুন কাস্টমাইজ হার্ডওয়্যার মডিউল সম্পর্কেও বলা হয়েছে। আশা করা হচ্ছে এটি Xiaomi 15 Ultra ফোনের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রাইমারি সেন্সরের জন্য হবে বলে আশা করা হচ্ছে।
- এই ফোনটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই লেন্স 4.3x অপটিক্যাল জুম, 100 মিমি ফোকাল লেন্থ এবং f/2.6 অ্যাপার্চার সাপোর্ট করতে পারে।
- লিক থেকে আরও আভাস পাওয়া গেছে এই ফোনে কিছুটা ক্রপ করা 25.xmm ফোকাল লেন্থ ও দুটি জুম অপশন সহ 1/1.5-ইঞ্চি মাপের 4.3x ও 4.1x এর 1/1.4 ইঞ্চির সেন্সর থাকতে পারে।
- জানিয়ে রাখি আগের রিপোর্ট অনুযায়ী এই ফোনে 50MP Samsung ISOCELL JN5 সেন্সর যোগ করা হতে পারে। এর সঙ্গে এতে 2x জুম সহ 50MP পেরিস্কোপ লেন্স থাকতে পারে।
- সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনটিতে 32MP OmniVision OV32B সেন্সর দেওয়া হতে পারে।
Xiaomi 15 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Xiaomi 15 Ultra ফোনে মাইক্রো কার্ভ এজ সহ 6.7-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
- ডিজাইন: Xiaomi 15 Ultra ফোনটি প্লেন লেদার, ফাইবার গ্লাস এবং সেরামিক ফিনিশে পেশ করা হতে পারে।
- চিপসেট: প্রসেসিঙের জন্য এই ফোনে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর যোগ করা হতে পারে।
- ব্যাটারি: Xiaomi 15 Ultra ফোনে 90W ওয়্যার্ড ও 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।
- ওএস: এই আপকামিং ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2.0 সহ পেশ করা হতে পারে।