হুয়াই লঞ্চ করল 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, 6 জিবি র‍্যামের সঙ্গে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন

হুয়াইয়ের ওপর এই মুহূর্তে পুরো টেক জগত তাকিয়ে আছে। হুয়াই যেদিন থেকে ঘোষণা করেছে যে 16ই অক্টোবর হুয়াই মেট 20 সিরিজ পেশ করবে সেদিন থেকে স্মার্টফোন ইউজারদের নজর হুয়াইয়ের ওপর রয়েছে। শোনা যাচ্ছে মেট 20 ও মেট 20 প্রোর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে এবং মেট 20 লাঈটের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে দুটি করে ক‍্যামেরা সেন্সর থাকবে। মেট 20 সিরিজের আগেই কোম্পানি তাদের ফ‍্যানদের জন্য উপহারস্বরূপ কোম্পানি মাইম‍্যাঙ 7 অফিসিয়াল করে দিয়েছে। এই ফোনটিও 4টি ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করে।

হুয়াই মাইম‍্যাঙ 7 ফোনটি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে ইএম‌ইউআই 8.2 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কিরীন 710 চিপসেটে রান করে।

এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি51 জিপিইউ সাপোর্ট করে। মাইম‍্যাঙ 7 ফোনটিতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 20 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে এবং ফ্রন্ট প‍্যানেলে নচের মধ্যে 24 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে।

হুয়াই মাইম‍্যাঙ 7 একটি ডুয়েল সিম ফোন এবং এর দুটি স্লটেই 4জি ভোএলটিই ব‍্যবহার করা যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ইউএসবি টাইপ সি পোর্ট সহ 3750 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গোল্ড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির দাম 2399 ইউয়ান রাখা হয়েছে যা ভারতীয় টাকার হিসাবে প্রায় 25,300 টাকার সমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here