Hyundai Electric Car এর অসাধারণ চমক, 90 ডিগ্রি ঘুরতে পারে এই গাড়ির চারটি চাকাই

ইলেকট্রিক কারের ক্রমবর্ধমান চাহিদা দেখে এবার Hyundai Motor এর সাবসিডিয়ারি কোম্পানি Hyundai Mobis তাদের ই-কর্নার মডিউল পেশ করেছে। এই গাড়িটি বর্তমান সময়ে উপস্থিত মার্কেটের অন‍্যান‍্য সমস্ত বৈদ্যুতিক গাড়ির চেয়ে একদম আলাদা। কোম্পানির পক্ষ থেকে তাদের এই নতুন গাড়িতে এমন চাকা দেওয়া হয়েছে যা 90 ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম। সবচেয়ে বড় কথা গাড়ির চাকা রোটেট হয়ে থাকলেও চালক অত‍্যন্ত সহজেই এই গাড়ি চালাতে পারবেন। এই ফিচারের দৌলতে খুব অল্প জায়গার মধ‍্যেও গাড়িটি পার্ক করা যাবে।

জানিয়ে রাখি সবার আগে এই গাড়িটি লস ভেগাসে আয়োজিত CES 2018 এ দেখানো হয়েছিল। যদিও তখন কোম্পানি এটিকে শুধুই একটি কনসেপ্ট কার বলে দেখিয়েছিল। তবে এখনও পর্যন্ত এই গাড়িটি তার প্রাথমিক স্তরেই আছে। কোম্পানির পক্ষ থেকে এখন এর একটি প্রোটোটাইপ পেশ করা হয়েছে। বিগত তিন বছর ধরে হুন্ডাই মোবিস এটিকে একটি প্র‍্যাক্টিক‍্যাল প্রোডাক্ট হিসেবে বাজারে আনার জন্য ডিজাইনে বেশ কিছু রিনিউ করেছে।

কোম্পানি জানিয়েছে একবার এটি ফাইনাল স্তরে পৌঁছে গেলে হুন্ডাই মোবিস এর মাস প্রোডাকশন শুরু করবে। আগামী 2023 সালের মধ্যে সিয়োলে অবস্থিত ফার্ম চারটি ই-কর্নার মডিউল এক করার জন্য একটি স্কেটবোর্ড তৈরি করতে চাইছে, যার পরবর্তী লক্ষ্য দুই বছর পর সেল্ফ ড্রাইভিং কার তৈরি করা। যদিও এই গাড়িটি কবে ভারতে আসবে সেবিষয়ে কিছুই জানা যায়নি।

জানিয়ে রাখি, এই ই-কর্নার মডিউল 90 ডিগ্রি পর্যন্ত রোটেট হতে পারে। এই ফিচার থাকার ফলে গাড়িটি ইউনিক ভেহিকেল মুভমেন্ট করতে পারে। এর অন‍্যতম নিদর্শন হলো ক্র‍্যাব মোড, অর্থাৎ এক‌ই জায়গায় থেকে এই গাড়ি সম্পূর্ণ ভাবে অন্য যে কোনো দিকে ঘুরে যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here