এবার প্রকাশ্যে Jio Phone 5G-এর Specification, 5000mAh ব্যাটারি ছাড়াও পাওয়া যেতে পারে দারুণ ফিচার

ভারতে খুব তাড়াতাড়ি 5G পরিষেবা চালু হতে চলেছে। অন্যান্য টেলিকম কোম্পানির থেকে এগিয়ে থাকার জন্য Jio যেমন সবার আগে দেশে 5G Network লাইভ করতে চাইছে তেমনই অত্যন্ত সস্তা 5G স্মার্টফোন Jio Phone 5G লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কয়েক দিন আগেই Jio 5G Phone এর দাম জানা গিয়েছিল। এবার লিক ফার্মওয়্যারের মাধ্যমে Jio Phone 5G এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই তথ্য ডেভেলপার Kuba Wojciechowski আমাদের এক্সক্লুসিভ জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক Jio Phone 5G তে কি বিশেষত্ব পাওয়া যাবে।

Jio Phone 5G

ডেভেলপার Kuba Wojciechowski আমাদের সঙ্গে ফার্মওয়্যারের ছবি প্রোভাইড করেছেন, যা থেকে তারা এই আপকামিং Jio Phone 5G এর ফিচার সম্পর্কে জানতে পেরেছেন। ছবিতে ফোনটি ‘ganga’ কোডনেমের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং এর মার্কেটিং নাম হবে Jio Phone True 5G। লিস্টে ফোনটির মডেল নাম্বার বলা হয়েছে LS1654QB5।

Jio 5G Phone এর ফিচার ও স্পেসিফিকেশন (লিক)

  • 6.5-inch HD+ 90Hz LCD panel
  • 4GB LPDDR4X RAM
  • Snapdragon 480 SoC
  • 5,000mAh battery, 18W charging
  • 13MP + 2MP dual rear camera
  • 8MP selfie shooter
  • Android 12

Jio Phone 5G specifications (লিক)

Jio Phone 5G ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনের রেজলিউশন হবে 1600 × 720 পিক্সেল। এই ফোনটি Snapdragon 480 চিপসেটে রান করবে এবং এতে 4GB LPPDDR4X RAM এবং 32GB স্টোরেজ থাকবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যেতে পারে। এই সেটআপে 13MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2MP ম্যাক্রো লেন্স থাকবে। একইভাবে এতে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করবে। পাওয়ার ব্যাকআপের জন্য Jio Phone 5G তে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ওয়াইফাই ও ব্লুটুথ থাকবে।

Jio Phone 5G এর দাম (লিক)

কয়েক দিন আগে Counterpoint Research এর রিপোর্টের মাধ্যমে ফোনটির দাম লিক হয়েছিল। রিপোর্ট অনুযায়ী আপকামি জিও 5G স্মার্টফোনের দাম হবে 8,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে। দীর্ঘ প্রাইস রেঞ্জ দেখে মনে করা হচ্ছে এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here