Realme এর বাজিমাত, লঞ্চ হল সবচেয়ে সস্তা 5G ফোন

চীনের স্মার্টফোন কোম্পানি রিয়েলমি এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি লঞ্চের মধ্য দিয়ে কোম্পানি OPPO A53s এর থেকে ভারতের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোনের মুকুট কেড়ে নিয়েছে। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে কোম্পানি কোন ফোন পেশ করেছে? তবে জানিয়ে রাখি কোম্পানি কোনো নতুন স্মার্টফোন লঞ্চের বদলে কিছু দিন আগে লঞ্চ করা তাদের Realme 8 5G ফোনটির‌ই একটি নতুন ভেরিয়েন্ট মার্কেটে নিয়ে এসেছে। এই নতুন ভেরিয়েন্টটি মাত্র 13,999 টাকার বিনিময়ে গ্ৰাহকরা নিজের করে নিতে পারবেন এবং এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অপশন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এতে কি কি পার্থক্য দেখা যাবে।

ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন

কোম্পানি নতুন Realme 8 5G ফোনটির র‍্যাম ও স্টোরেজ ছাড়া অন্য কোনো স্পেসিফিকেশন বদল করেনি। এতে আগের মতোই 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট, 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা ও 5,000 এম‌‌এএইচের ব‍্যাটারি আছে। 

Realme 8 5G এর দাম ও সেল

কোম্পানি তাদের Realme 8 5G এর নতুন 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রেখেছে 13,999 টাকা। আগামী 18 মে থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই নতুন ভেরিয়েন্ট সেল করা হবে। কোম্পানি এই ফোনের কেনাকাটায় মোবিকুইকের মাধ্যমে পেমেন্ট করলে 200 টাকা পর্যন্ত এবং ফ্রিচার্জ পেমেন্ট করলে 75 টাকার ক‍্যাশব‍্যাক দিচ্ছে। অন‍্যদিকে Realme 8 5G এর 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। এই ফোনটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হয়।

Realme 8 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Realme 8 5G ফোনটিতে 6.5 ইঞ্চির 1080+ পিক্সেল রেজলিউশন এবং 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত এলসিডি ডিসপ্লে যোগ করেছে। কোম্পানির এই সস্তা 5জি ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেটে রান করে। এই চিপসেটটি 7 ন‍্যানোমিটার টেকনোলজিতে তৈরি।

Realme 8 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত রিয়েলমি ইউআইতে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের বক্সে 18 ওয়াট চার্জার দেওয়া হয়েছে। তবে মনে করিয়ে দিই কোম্পানি ফোনটির 4জি ভেরিয়েন্টে 30 ওয়াটের চার্জার দিয়েছিল।

ফোটোগ্রাফির জন্য Realme 8 5G এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট লেন্স এবং একটি ম‍্যাক্রো লেন্স রয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here