Exclusive: 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন, শুরু হবে নতুন যুগ

Vivo এর সাব ব্র‍্যান্ড হিসেবে iQOO মার্কেটে যথেষ্ট খ‍্যাতি লাভ করেছে। বেশ কিছু দিন আগে Vivo ও iQOO এর আলাদা হ‌ওয়ার খবর শুনে গোটা টেক জগত নড়েচড়ে বসেছে। গত সপ্তাহে iQOO এর ডাইরেক্টর গগন আরোরা তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের সাহায্যে জানিয়ে দিয়েছেন যে নতুন কোম্পানি তথা ইন্ডিপেন্ডেন্ট ব্র‍্যান্ড iQOO তাদের এর প্রথম স্মার্টফোনে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। এবার আমরা এক্সক্লুসিভ জানতে পেরেছি কোম্পানি তাদের এই প্রথম স্মার্টফোন আগামী 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করবে।

আরও পড়ুন: 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 6 মার্চ লঞ্চ হবে Infinix S5 Pro

iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানতে পেরেছি আগামী 25 ফেব্রুয়ারি কোম্পানি ভারতে একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই নতুন স্বাধীন কোম্পানি iQOO তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করবে। অন‍্যদিকে iQOO এর ডাইরেক্টর জানিয়েছেন কোম্পানি ভারতে তাদের 5জি ফোন লঞ্চ করবে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করবে। তাই মনে করা হচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলা iQOO এর ফোনটি একটি 5জি ফোন হবে।

iQOO এর এই আগামী ফোনের নাম সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন লিকের তথ্য অনুযায়ী কোম্পানির এই আগামী ফোনটি iQOO 3 নামে মার্কেটে পেশ করা হয়েছে। কিছু দিন আগেই এই ফোনটির ফোটোও ইন্টারনেটে লিক হয়েছিল যার ফলে iQOO 3 এর ডিজাইন জানা গেছে। আবার গত সপ্তাহে এই ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট টেনাতেও লিস্টেড হয়েছে যেখানে এই তথাকথিত iQOO 3 এর উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল Xiaomi Redmi 8A Dual

সম্ভাব্য স্পেসিফিকেশন

iQOO এর এই আগামী স্মার্টফোন টেনাতে V1955A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির নাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু মনে করা হচ্ছে এই ফোনটিই iQOO 3 হতে পারে। জানা গেছে এই ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হতে পারে এবং এই ফোনটির ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে।

টেনাতে V1955A অর্থাৎ iQOO 3 ফোনটির ডায়মেনশন 158.51 × 74.88 × 9.16 এম‌এম ও ওজন 214.5 গ্ৰাম বলা হয়েছে। লিক থেকে জানা গেছে iQOO 3 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে যা 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে রান করবে। লিকে আরও বলা হয়েছে iQOO 3 ফোনটি 12 জিবি, 8 জিবি ও 6 জিবি র‍্যামযুক্ত তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এর সঙ্গে এই ফোনটি 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ সেল করা হতে পারে।

আরও পড়ুন: Vodafone নিয়ে এল 499 টাকার নতুন প্ল‍্যান, 70 দিনের জন্য পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি 4জি ডেটা এবং ফ্রি আনলিমিটেড ভয়েস কল

iQOO 3 ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 55 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,410 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত লিক হ‌ওয়া iQOO 3 এর ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড লেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে। শোনা যাচ্ছে এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে যা Sony IMX686 অথবা Samsung GW1 সেন্সর হতে পারে।

আরও জানা গেছে iQOO 3 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এক‌ইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। এছাড়া কোম্পানি তাদের টিজারে আগেই জানিয়েছে তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও লিকুইড কুলিং টেকনোলজি যোগ করবে। তবে ফোনটির নাম ও সঠিক স্পেসিফিকেশনের জন্য এখন 25 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here