Categories: খবর

WhatsApp লিঙ্ক থেকে শুরু Gambling, তারপর কোটি টাকা হারালেন নাগপুরের ব্যবসায়ী!

Highlights

  • শনিবার বিষয়টি সামনে এসেছে।
  • তদন্তের পর সন্দেহভাজন প্রতারকদের খোঁজ পাওয়া গেছে।
  • পুলিশের বক্তব্য অনুযায়ী বর্তমানে অভিযুক্ত পলাতক রয়েছে।

অনলাইন জুয়া খেলার নেশায় কষ্টার্জিত অর্থ খোয়ালেন এক ব্যবসায়ী। PTI এর রিপোর্ট অনুযায়ী, ওই ব্যবসায়ী জুয়ায় প্রায় 58 কোটি টাকা খুইয়েছেন। অভিযুক্তরা অনলাইনে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীকে ফাঁদে ফেলেছিল। এই পোস্টে আপনাদের সম্পূর্ণ বিষয়টি জানানো হল। আরও পড়ুন: গ্যালাক্সি আনপ্যাক্ড ইভেন্টে লঞ্চ হল Galaxy Tab S9 সিরিজ এবং ওয়াচ 6 সিরিজ, জেনে নিন ফিচার

কীভাবে প্রতারণার ফাঁদে পা দিলেন ব্যবসায়ী?

নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের মতে, অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে অনলাইনে জুয়া খেলে অধিক টাকা উপার্জনের প্রলোভন দিয়েছিল। যদিও প্রথমে ব্যবসায়ী এই কাজ করার জন্য রাজি হন নি, কিন্তু পরে প্রতারকদের কথার জালে এসে প্রায় 8 লাখ টাকা ট্রান্সফার করেন।

WhatsApp এ অনলাইন জুয়ার লিঙ্ক দেওয়া হয়েছিল

অভিযুক্ত ব্যক্তি একটি অনলাইন গেমিং অ্যাকাউন্ট তৈরি করার জন্য ব্যবসায়ীকে WhatsApp এ একটি লিঙ্ক পাঠিয়েছিল। তারপর এই প্রক্রিয়াটি চলতে থাকে। প্রাথমিক পর্যায়ে প্রায় 5 লাখ টাকা আয়ের পর তিনি প্রায় 58 কোটি টাকা প্রতারণার শিকার হন। ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি অভিযুক্তের কাছে তার টাকা ফেরত চান, কিন্তু অভিযুক্ত সেই টাকা দিতে অস্বীকার করেন। আরও পড়ুন: লঞ্চ হল স্যামসাঙ Galaxy Z Fold5, জেনে নিন এই ভাঁজ হওয়া ফ্ল্যাগশিপ ফোনের দাম

সম্পূর্ণ ঘটনা

রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে বসবাসকারী এক ব্যবসায়ী অনলাইন জুয়ায় 70 লাখ ডলার অর্থাৎ প্রায় 58 কোটি টাকা হারিয়েছেন। পুলিশ আধিকারিক জানিয়েছেন যে শনিবার এই বিষয়টি সামনে এসেছে, যেখানে প্রতারকের খোঁজ পাওয়া গেছে। সে যেখানে থাকত সেখান থেকে 4 কেজি সোনার বিস্কুট এবং 14 কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযুক্তের নাম অনন্ত ওরফে সন্টু নবরতন জৈন। তিনি নাগপুর থেকে 160 কিলোমিটার দূরে গোন্দিয়ায় ছিল, কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সে পালিয়ে যায়। পুলিশ সন্দেহ করছে অভিযুক্ত দুবাই পালিয়ে গেছে। আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy Z Flip 5, দেখে নিন এই ভাঁজ হওয়া ফোনের স্টাইল এবং স্পেসিফিকেশন

সাইবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী

প্রতারিত হওয়ার পর সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। পুলিশ তদন্তে নেমেছে এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণার মামলা দায়ের করেছে। যদিও বিষয়টির তদন্ত চলছে তবে বর্তমানে আসামি পলাতক।

বর্তমানে দেশে এমন অনেক গ্যাং সক্রিয় রয়েছে, যারা প্রচুর টাকা রোজগারের লোভ দেখিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। তারপর তাদের থেকে লুট চালাচ্ছে। মানুষ ছিনতাই হয়। তাই এই ধরনের প্রতারকদের হাত থেকে বাঁচতে আজই সাবধান হয়ে যান। আরও পড়ুন: 2023 সালে দাঁড়িয়ে Instagram reels কিভাবে বানাবেন? জেনে নিন পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন