লঞ্চ হল স্যামসাঙ Galaxy Z Fold5, জেনে নিন এই ভাঁজ হওয়া ফ্ল্যাগশিপ ফোনের দাম

Highlights

  • আনপ্যাক্ড ইভেন্টে লঞ্চ হল Galaxy Z Fold 5।
  • পুরো খুললে এই ফোনটি দেখতে একটি ট্যাবলেটের মতো।
  • এতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দেওয়া হয়েছে।

স্যামসাঙ তাদের গ্যালাক্সি আনপ্যাক্ড ইভেন্টে তাদের বহু প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 5 লঞ্চ করে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সিয়োলে এই ভেন্ত অনুস্তজিত হয়েছে। এতে Galaxy Z Flip 5, ট্যাবলেট সহ অন্যান্য স্মার্ট স্মার্ট গ্যাজেটও লঞ্চ করা হয়েছে। এই পোস্টে গ্যালাক্সি জেড ফোল্ড 5 এর দাম, ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানানো হল। কোম্পানির Galaxy Z Flip 5 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Galaxy Z Fold 5 এর দাম

স্যামসাঙের সালাক্সি জেড ফোল্ড 5 এর 256GB ভেরিয়েন্টের দাম $1,799 অর্থাৎ প্রায় 1,47,000 টাকা রাখা হয়েছে। একইভাবে 512GB স্টোরেজ অপশন $1,919 অর্থাৎ প্রায় 1,57,000 টাকা এবং 1TB স্টোরেজ সহ টপ মডেল $2,159 অর্থাৎ প্রায় 1,77,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি আগামীকাল অর্থাৎ 27 জুলাই বৃহস্পতিবার এই ফোনের ভারতীয় দাম ঘোষণা করতে পারে।

Galaxy Z Fold5 এর ডিজাইন

ডিজাইনের দিক থেকে Z Fold 5 ফোনটি অনেকটাই ট্যাবের মতো। পুরোপুরি ভাঁজ খুললে এই ফোনটি দেখতে একটি ট্যাব মনে হয়। ফোনের ব্যাক প্যানেলে একটি ছোট এলইডি ফ্ল্যাশ এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া ডিসপ্লেতে একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবং একটি সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটি আইসি ব্লু, ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, গ্রে এবং ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Galaxy Z Fold 5 এর স্পেসিফিকেশন

  • প্রাইমারি ডিসপ্লে: স্যামসাঙের লেটেস্ট ফোল্ডেবল ফোনে 7.6 ইঞ্চির QXGA+ ডায়নামিক এমোলেড 2X ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশরেট, 2176 x 1812 পিক্সেল রেজলিউশন এবং 374 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
  • কভার ডিসপ্লে: ফোনের কভার ডিসপ্লেতে 6.2 ইঞ্চির এইচডি+ ডায়নামিক এমোলেড ডিসপ্লে রয়েছে। এতে 2316 x 904 পিক্সেল রেজলিউশন, 402 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 120Hz রিফ্রেশরেটের মতো ফিচার আছে।
  • প্রসেসর: এই ফোনটি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করে।
  • মেমরি: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 10 মেগাপিক্সেলের 3X অপটিক্যাল জুম টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 10 মেগাপিক্সেলের কভার ক্যামেরা এবং 4 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 4400 এমএএইচ ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। এছাড়া এই ফোনটি ওয়্যারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করে।
  • সুরক্ষা: সুরক্ষার জন্য এই ডিভাইসে IPX8 রেটিং দেওয়া হয়েছে। এর ফলে ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্স হয়েছে। এর সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: এই ফোনটি ডুয়েল ন্যানো সিম 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ ভি 5.3 এর মতো কানেক্টিভিটি ফিচার রয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: Galaxy Z Fold 5 ফোনটি আনফোল্ড হলে এর ডায়মেনশন 129.9x 154.9 x 6.1 এমএম। একইভাবে ফোল্ড হলে ফোনটির ডায়মেনশন 67.1 x 154.9 x 13.4 এমএম হয়ে যায়। এই ফোনের ওজন 253 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here