আজকের দিনে দাড়িয়ে কেউ অস্বীকার করতে পারবেন না যে সাধারণ মানুষ আগের চেয়ে কয়েক গুণ বেশি ইন্টারনেট ব্যবহার করেন। কম দামে বেশি ইন্টারনেট ডেটা ও সস্তা স্মার্টফোন দেশের মানুষের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বাড়ানোর প্রধান কারণ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চ্যাটিং সব ব্যাক্তি আজ কোনো না কোনো ভাবে ইন্টারনেটের সঙ্গে জড়িত। ভারতীয়দের এই ইন্টারনেট প্রেমের কথা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। একটি নতুন সার্ভে রিপোর্টে ধরা পড়েছে ভারতীয়দের মধ্যে বাড়িতে টিভি দেখার চেয়ে স্মার্টফোনে ভিডিও দেখার প্রবণতা যথেষ্ট পরিমাণে বেশি এবং এই সংখ্যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি।
গ্লোবাল ডিজিটাল কন্টেন্ট ডেলিভার প্ল্যাটফর্ম লাইমলাইট নেটওয়ার্কের একটি নতুন রিপোর্টে অবাক করা কিছু তথ্য জানানো হয়েছে। এই রিপোর্ট থেকে জানা গেছে ভারতীয়রা টিভি দেখার থেকে বেশি সময় ইন্টারনেটে ভিডিও দেখে কাটান। রিপোর্ট অনুযায়ী একজন ভারতীয় গড়ে এক সপ্তাহে প্রায় 8 ঘন্টা 28 মিনিট ইন্টারনেটে ভিডিও দেখে কাটান। অথচ গড় টিভি দেখার সময় 8 ঘন্টা 8 মিনিট।
আরও অবাক করা বিষয় হল ভারতীয়দের অনলাইন ভিডিও দেখার সময় সমগ্র বিশ্বের গড় সময়ের চেয়ে যথেষ্ট বেশি। গোটা বিশ্বের গড় অনলাইন ভিডিও দেখার সময় হল 6 ঘন্টা 45 মিনিট। মাত্র দুই বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণের চেয়েও বেড়ে গেছে। 2016 সালের তুলনায় এখন অর্থাৎ 2018 সালে অনলাইন ভিডিও দেখার সংখ্যা 58 শতাংশের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে।
রিপোর্ট অনুযায়ী অনলাইনে ভিডিও দেখার ব্যাপারে ফিলিপাইন বিশ্বে প্রথম স্থানে রয়েছে। সেখানের নাগরিকরা গড়ে সপ্তাহে 8 ঘন্টা 46 মিনিট ভিডিও দেখেন। এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা যেখানের গড় সময় হল 8 ঘন্টা 30 মিনিট যা ভারতীয়দের ভিডিও দেখার সময়ের খুব কাছাকাছি। অপরদিকে জার্মানির লোকেরা সবচেয়ে কম সময় অনলাইন ভিডিও দেখে কাটান। রিপোর্ট অনুযায়ী জার্মানির লোকেরা গড়ে সপ্তাহে 5 ঘন্টা 2 মিনিট অনলাইন ভিডিও দেখেন।
এই সার্ভেতে 10টি দেশের মোট 5,000 এরও বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় ভারতসহ আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও সাউথ কোরিয়াকে অন্তর্গত করা হয়। রিপোর্টে আরও বলা হয় ভারতীয়দের অনলাইন ভিডিও দেখার সময় সবচেয়ে বড় বিরক্তির কারণ বাফারিং। দেশের 46 শতাংশ মানুষকে খারাপ ও বারবার বাফারিঙের মধ্যে অনলাইন ভিডিও দেখতে হয় যা অসহ্যকর।