নড়ে গেছে টেলিকম সেক্টর, সমস‍্যায় পড়বে সাধারণ মানুষ, দাম বাড়বে সব প্ল‍্যানের

Reliance Jio ভারতীয় টেলিকম সেক্টরে পা রাখার পর টেলিকম সেক্টরের রূপ পুরো বদলে গেছে। Jio এর দৌলতে টেলিকম পরিষেবা অত্যন্ত সস্তা হয়ে গেছে এবং সমস্ত টেলিকম কোম্পানি কম দামে ট‍্যারিফ প্ল‍্যান পেশ করেছে। কিন্তু বর্তমানে আরও একবার ইন্ডিয়ান টেলিকম ডিপার্টমেন্ট এক বিরাট পরিবর্তন দেখতে চলেছে। তবে জানিয়ে রাখি এবারের পরিবর্তনে সাধারণ মানুষের লাভ নয় বরং ক্ষতিই হবে। সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তে গোটা টেলিকম সেক্টর নড়েচড়ে বসেছে, এবং প্রভাবে সাধারণ মানুষ‌ই সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে। Vodafone Idea এবং Airtel জানিয়ে দিয়েছে আগামী 1 ডিসেম্বর থেকে তারা তাদের প্ল‍্যানের দাম বাড়াতে চলেছে। শুধু এটুকুই নয়, টেলিকম ইউজারদের কিছু পরিষেবার জন্য বড় অঙ্কের দাম‌ও দিতে হতে পারে। তাই জেনে নেওয়া দরকার কেন সব প্ল‍্যানের দাম কমানোর পর এখন আবার কেন টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল‍্যানের দাম বাড়াতে চলেছে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে দুর্ঘটনা : আগুন লাগল Xiaomi Redmi Note 7S স্মার্টফোনে

সবচেয়ে বড় কথা এই মুহূর্তে ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রি ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে। দেশের 15টি টেলিকম কোম্পানি এই ক্ষতির মুখোমুখি হয়েছে এবং এবার সাধারণ মানুষকেও টেলিকম কোম্পানির লোকসানের মাশুল গুনতে হবে। Vodafone Idea এবং Airtel এই পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হয়েছে Vodafone Idea এর 50,921 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং Airtel এর লোকসানের পরিমাণ 23,044 কোটি টাকা। টেলিকম কোম্পানিগুলিকে এভাবে নাড়িয়ে দেওয়ার মুখ‍্য কারণ AGR।

AGR কি?

Adjusted Gross Revenue (AGR) অর্থাৎ সমন্বিত স্থূল আয়। আসলে অ্যাডজাস্টেড গ্ৰস রেভিনিউ দূরসঞ্চার বিভাগের পক্ষ থেকে আদায় করা রাজস্ব, যা ব‍্যবহার ও লাইসেন্স সম্পর্কিত পরিষেবার বিনিময়ে টেলিকম কোম্পানির থেকে নেওয়া হয়। এই পুরো সমস্যার সৃষ্টি এবং টেলিকম কোম্পানির ক্ষতির কারণ এই AGR ই। 2003 সাল থেকে চলমান এই সমস‍্যা এই বছর শেষ করা হয়েছে। গত 24 অক্টোবর সুপ্রিম কোর্ট AGR এর মানেই বদলে দিয়েছে। কোর্ট এই সমস‍্যার সমাপ্তি ঘটিয়ে ডিপার্টমেন্ট অফ টেলিকমের পক্ষে রায় দিয়েছে। কোর্টের আদেশ অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে সমস্ত টেলিকম কোম্পানিকে তাদের বকেয়া শোধ করতে হবে।

আরও পড়ুন : Exclusive : লঞ্চ হল Redmi Note 8 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, দাম 9,799 টাকা

কি নিয়ে সমস্যা?

কোন কোন পরিষেবা অ্যাডজাস্টেড গ্ৰস রেভিনিউ অর্থাৎ AGR এর অন্তর্ভুক্ত হ‌ওয়া উচিত এই নিয়ে গত 15 বছর ধরে অর্থাৎ 2003 সাল থেকে সমস্যা চলছে। টেলিকম কোম্পানিগুলির চাহিদা ছিল যে কেবলমাত্র লাইসেন্স পাওয়া পরিষেবা থেকে পাওয়া কর বা রাজস্বকেই AGR এর মধ্যে রাখা উচিত এবং কোম্পানি শুধুমাত্র সেইসব পরিষেবা থেকে পাওয়া অংশ‌ই সরকারকে দেবে। কিন্তু দূরসঞ্চার বিভাগের কথা অনুযায়ী টেলিকম কোম্পানির সমস্ত পরিষেবাই AGR এর অন্তর্ভুক্ত হ‌ওয়া উচিত এবং এগুলির ওপরেই কর দিতে হবে।

বর্তমান অবস্থা

আগে শুধুমাত্র ফোন পরিষেবা সম্পর্কিত আমদানি AGR এর অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ সিম বিক্রি করা, কলিং, ইন্টারনেট, ম‍্যাসেজ, রিংটোন, অ্যালার্ট ও রোমিঙের মতো পরিষেবা থেকেই টেলিকম কোম্পানির আয় হত, এইসব পরিষেবার আয় থেকেই কোম্পানি সরকারকে কর দিত। পুরোনো হিসাব অনুযায়ী 5 শতাংশ স্পেকট্রাম ব‍্যবহার কর এবং 8 শতাংশ লাইসেন্সিং কর AGR অর্থাৎ সমন্বিত স্থূল রাজস্বের মধ্যে দেওয়া হত।

আরও পড়ুন : খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy A80 এর শক্তিশালী ভেরিয়েন্ট

নতুন পরিবর্তন

DOT অর্থাৎ দূরসঞ্চার বিভাগের রিপোর্টের পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অ্যাডজাস্টেড গ্ৰস রেভিনিউ (AGR) এর মধ্যে ফোন পরিষেবার সঙ্গে সঙ্গে কোম্পানির পাওয়া সুদের ওপরেও ট‍্যাক্স নেওয়া হবে। এটুকুই নয়, নতুন নিয়ম অনুযায়ী টেলিকম কোম্পানি এখন থেকে তাদের সম্পত্তি বেচে পাওয়া অর্থ এবং কোনো সম্পত্তি ভাড়া দিয়ে প্রাপ্ত আয়ের ওপরেও সরকারকে ট‍্যাক্স দেবে। এই সমস্ত কর এখন থেকে AGR এর অন্তর্গত।

বাকি আছে 1,34,000 কোটি

সুপ্রিম কোর্টে জুলাই মাসে দূরসঞ্চার বিভাগের পক্ষ থেকে রিপোর্ট জমা করা হয়। এই রিপোর্টে 15টি টেলিকম কোম্পানির নাম উল্লেখ করা ছিল। এই লিস্টে বর্তমানে ভারতে উপস্থিত টেলিকম কোম্পানির সঙ্গে বিগত সময়ে ভারতীয় মার্কেটে কাজ করা টেলিকম কোম্পানির নাম‌ও আছে। এই রিপোর্টে ডিপার্টমেন্ট অফ টেলিকম কোন কোম্পানির কত পরিমাণ রাজস্ব বাকি আছে তা বিস্তারে লিখে দেখিয়েছে। গত অক্টোবরে সুপ্রিম কোর্ট DOT এর সপক্ষে রায় দিয়ে জানায় সমস্ত টেলিকম কোম্পানিকে তাদের বকেয়া অর্থরাশি শোধ করতে হবে।

আরও পড়ুন : 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Vivo U20 ভারতে লঞ্চ হবে 22 নভেম্বর

 লিস্টে উল্লিখিত 15টি টেলিকম কোম্পানিগুলির মোট বকেয়া অর্থরাশির পরিমাণ 1,34,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থরাশির মধ্যে 93,000 কোটি টাকা শুধুমাত্র লাইসেন্স ট‍্যাক্স, ফাইন এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং বাকি 41 হাজার কোটি টাকা এই কোম্পানিগুলিকে স্পেকট্রাম ব‍্যবহার করার জন্য দিতে হবে। এই রিপোর্ট অনুযায়ী Vodafone Idea ও Airtel কে মিলিতভাবে সরকারকে মোট 80,000 কোটি টাকা দিতে হবে। অনিল আম্বানির R Com কে 20,000 কোটি টাকা এবং Tata Teleservice কে রাজস্ব হিসেবে 13,000 কোটি টাকা দিতে হবে।

টেলিকম কোম্পানিগুলির আতঙ্ক

Vodafone কোম্পানির সিইও Nick Read সুপ্রিম কোর্টের ঘোষণার পর বলে দিয়েছিলেন যে কোম্পানি ভারতে আর বিনিয়োগ করবে না। তবে আলোচনার পর নিজের সাফাই গেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন তাঁর বক্তব্য ভুল ভাবে পেশ করা হয়েছে। অন‍্যদিকে Vodafone এর পার্টনার কোম্পানি Idea এর বিড়লা গ্ৰুপ স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কাছে কর মেটানোর টাকা নেই, তাই তারা আর বিনিয়োগ করবেন না। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here