স্লিম ডিজাইন এবং শক্তিশালী 10th জেনারেশন Intel প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Infinix INBook X2 সিরিজের ল‍্যাপটপ

গত বছর অর্থাৎ 2021 সালে ইনফিনিক্স ল‍্যাপটপ সেগমেন্টে পা রেখেছিল। এবার কোম্পানি মার্কেটে চুপিসারে Infinix InBook X2 সিরিজ লঞ্চ করে দিয়েছে। Infinix এর এই নতুন ল‍্যাপটপ সিরিজ 10th Gen Intel Core i7, Core i5 ও Core i3 প্রসেসর এবং 16GB পর্যন্ত র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির এই ল‍্যাপটপে 300 নিটস পীক ব্রাইটনেসযুক্ত 14 ইঞ্চির full-HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। Infinix InBook X2 তে 512GB পর্যন্ত স্টোরেজ আছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই লেটেস্ট ল‍্যাপটপ সিরিজ সম্পর্কে।

Infinix InBook X2 এর স্পেসিফিকেশন

লেটেস্ট Infinix InBook X2 সিরিজের ল‍্যাপটপ Windows 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ল‍্যাপটপে 1,920 × 1,080 পিক্সেল রেজলিউশনযুক্ত 14 ইঞ্চির full-HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে যার আসপেক্ট রেশিও 16:9 এবং পীক ব্রাইটনেস 300 নিটস। কোম্পানি তাদের Infinix InBook X2 সিরিজে Intel Core i3-1005G1 প্রসেসর, Intel Core i5-1035G1 প্রসেসর এবং Intel Core i7-1065G7 প্রসেসরযুক্ত তিনটি ল‍্যাপটপ মডেল লঞ্চ করেছে।এতে 16GB পর্যন্ত র‍্যাম এবং 512GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ল‍্যাপটপে ডুয়েল ব‍্যান্ড Wi-Fi 802.11 ab/b/g/n/ac, Bluetooth v5.1, দুটি USB Type-C পোর্ট, দুটি USB 3.0 পোর্ট, HDMI 4.1 পোর্ট, SD কার্ড স্লট এবং 3.5mm হেডফোন জ‍্যাক যোগ করা হয়েছে। কোম্পানি তাদের লেটেস্ট ল‍্যাপটপ ব‍্যাকলিট চিকলেট কীবোর্ডের সঙ্গে পেশ করেছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 45W চার্জিং সাপোর্টেড 50Wh ব‍্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এটি 11 ঘন্টা ওয়েব ব্রাউজিং করতে সক্ষম।

Infinix InBook X2 এর দাম

লেটেস্ট Infinix InBook X2 ল‍্যাপটপের Intel Core i3 মডেলের দাম 399 ডলার (প্রায় 29,700 টাকা) রাখা হয়েছে। এক‌ইভাবে ল‍্যাপটপের Intel Core i5 ভেরিয়েন্ট 549 ডলার (প্রায় 40,900 টাকা) দামে এবং Intel Core i7 মডেল 649 ডলার (প্রায় 48,300 টাকা) দামে পেশ করা হয়েছে। এই মাস অর্থাৎ জানুয়ারি, 2022 থেকেই ইজিপ্ট, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের পাশাপাশি বেশ কিছু মার্কেটে এই ল‍্যাপটপ সেল করা হবে। আপাতত ভারতে এই ল‍্যাপটপের লঞ্চ বা সেল সম্পর্কে কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here