গুগল কনসোল সাইটে লিস্টেড Infinix Note 40 এবং Note 40 Pro, জেনে নিন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Infinix আগামী কয়েক দিনের মধ্যেই বাজারে তাদের Note 40 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজে Infinix Note 40 এবং Infinix Note 40 Pro নামের দুটি ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গুগল প্লে কনসোলে এই ফোন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হতে দেখে ফোন লঞ্চ সম্পর্কে সমালোচনা আরও জোরদার হয়ে উঠেছে। জানিয়ে রাখি এর আগে সিরিজের প্রো মডেল ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন লিস্টিং সম্পর্কে।

Infinix Note 40 এবং Infinix Note 40 Pro ফোনের গুগল প্লে কনসোল লিস্টিং

  • গুগল প্লে কনসোল ডেটাবেসে Infinix Note 40 ফোনটি X6853 মডেল নাম্বার এবং Infinix Note 40 Pro ফোনটি X6850 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • নিচে স্লাইডে দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মে ফোনদুটির নাম পর্যন্ত কনফার্ম হয়ে গেছে।
  • এই ডেটাবেস থেকে জানা গেছে নতুন Infinix ফোনে 8GB পর্যন্ত RAM থাকবে।
  • লিস্টিঙে ডিভাইস কোডনেম MT6789V/CD দেখা গেছে যার ফলে মনে করা হচ্ছে এই ফোনে MediaTek Helio G99 প্রসেসর থাকতে পারে।
  • এই দুটি ফোনই লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে পেশ করা হবে।
  • Infinix Note 40 এবং Note 40 Pro ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন এবং 480PPI পিক্সেল ডেনসিটি দেওয়া হতে পারে।
  • এই প্ল্যাটফর্ম থেকে ফোনের রেন্ডার দেখে জানা গেছে ফোনটিতে পাঞ্চ হোল কাটআউট যোগ করা হবে।
  • এছাড়া ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার এবং ভলিউম বাটন থাকবে।

Infinix Note 40 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এখনও পর্যন্ত পাওয়া লিক ও সার্টিফিকেশন অনুযায়ী Infinix Note 40 এবং Infinix Note 40 Pro ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন ও 480PPI পিক্সেল ডেনসিটি সাপোর্টেড স্ক্রিন দেওয়া হতে পারে। উভয় ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে।
  • প্রসেসর: লিস্টিং অনুযায়ী উভয় ফোনে এন্ট্রি লেভেল মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য ফোনদুটির 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেল পেশ করা হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত লেন্স সম্পর্কে সঠিক ইছু জানা যায়নি।
  • ব্যাটারি: এই সিরিজের ফোনে 5000mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এফসিসি লিস্টিং অনুযায়ী এই ফোনে 5 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকতে পারে।
  • ওএস: এই দুটি ফোনই অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here