ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Note 13 5G, BIS-এ হল লিস্টেড

Highlights

  • BIS এবং NBTC তে দেখা গেল Note 13 5G।
  • এই ফোনটি 2312DRAABI মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • এই ফোনে 100MP প্রাইমারি সেন্সর থাকতে পারে।

রেডমির নোট সিরিজ ভারত সহ গোটা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি কোম্পানি চীনে Redmi Note 13 সিরিজ পেশ করেছিল। এবার এই সিরিজের ফোন ভারতে লঞ্চের প্রস্ততি নিচ্ছে। BIS এবং এনবিটিসি সার্টিফিকেশন সাইটে Redmi Note 13 5G ফোনটি দেখা গেছে। ফলে খুব তাড়াতাড়ি ভারতে এই ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং এবং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: 11 হাজার টাকার রেঞ্জে সামনে এল Redmi 13C, শীঘ্রই আসবে ভারতে, আমাজন গ্লোবাল সাইটে হল লিস্টেড

Redmi Note 13 5G এর BIS এবং এনবিটিসি লিস্টিং

  • BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি 2312DRAABI মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এখানে দেখতে পাওয়া মানে ভারতে লঞ্চের সঙ্কেত বলে ধরে নেওয়া যায়।
  • এনবিটিসি সাইট থেকে এই ফোনের মার্কেটিং নেম জানা গেছে এবং এই ফোনটি 5জি সাপোর্ট করবে বলে জানা গেছে।
  • এই সাইটে ফোনটির মডেল নাম্বার 2312DRAABG বলা হয়েছে, যা গ্লোবাল লঞ্চের আভাস বলে ধরা হচ্ছে।
  • জানিয়ে রাখি নাম এবং মডেল নাম্বার ছাড়া এনবিটিসি থেকে স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।

Redmi Note 13 5G এর স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: Redmi Note 13 5G ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট, 1000nits ব্রাইটনেস, 1920Hz PWM ডিমিং, 10-বিট কালার ডেপ্থ এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে MediaTek Dimensity 6080 চিপসেট রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য Redmi Note 13 5G ফোনে 12GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে 100MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে ভিডিও কল এবং সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5জি, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, জিপিএসের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here