লঞ্চ হল 13GB RAM এর ক্ষমতাসম্পন্ন সস্তা স্মার্টফোন Infinix ZERO 5G 2023, দেখে নিন স্পেসিফিকেশন

গত মাসে Infinix ZERO 5G 2023 ফোনটির কথা প্রথম সামনে আসে এবং কোম্পানির ওয়েবসাইটে এই ফোনটি ফুল ডিটেইলস সহ লিস্টেড করে দেওয়া হয়েছিল। গত 2 ডিসেম্বর কোম্পানি অফিসিয়ালি তাদের এই নতুন ফোনটি লঞ্চ করে দিয়েছে। 50MP Camera, 8GB RAM, MediaTek Dimensity 1080 চিপসেট এবং 33W 5,000mAh Battery এর মতো সুন্দর ফিচার যুক্ত Infinix ZERO 5G 2023 ফোনটি $239 দামে লঞ্চ করা হয়েছে জার ভারতীয় মুল্য প্রায় 19,400 টাকার কাছাকাছি। আরও পড়ুন: মোবাইল ব্যবহারে পিছিয়ে মহিলারা, মাত্র এত শতাংশ ভারতীয় মহিলার কাছে রয়েছে নিজস্ব ফোন

Infinix ZERO 5G 2023 এর দাম

Infinix ZERO 5G 2023 ফোনটি মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 239 ডলার দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 19,400 টাকার কাছাকাছি। বাজারে Infinix ZERO 5G 2023 ফোনটি Pearl White, Coral Orange এবং Submariner Black কালারে সেল করা হবে।

Infinix ZERO 5G 2023 এর স্পেসিফিকেশন

Infinix ZERO 5G 2023 ফোনটিতে 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই পাঞ্চ হোল স্টাইলের ডিসপ্লেটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট দেওয়া হয়েছে। এই ফোনটি মাত্র 8.9 এমএম চওড়া এবং এর ওজন 201 গ্রাম। আরও পড়ুন: বড় স্ক্রিনের স্মার্টফোনের যুগে এইসব ছোট ফোনগুলো দেখলে আপনিও বলবেন WOW! 

Infinix ZERO 5G 2023 ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম সহ এক্সওএস 12 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটি অক্টাকোর প্রসেসর যুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 চিপসেটে কাজ করে। 8GB RAM এর পাশাপাশি এই ফোনে 5GB RAM এক্সপেনসন সাপোর্ট রয়েছে। ফলে প্রয়োজন হলে এই ফোনে মোট 13GB RAM ব্যাবহার করা যায়। এছাড়া এতে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix ZERO 5G 2023 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: এই শহরগুলিতে ফ্রিতে পাওয়া যাচ্ছে Airtel এবং Jio এর 5G নেটওয়ার্ক, জেনে নিন বিস্তারিত

Infinix ZERO 5G 2023 ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Infinix ZERO 5G 2023 এ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here