মোবাইল ইন্টারনেট স্পীডে পিছিয়ে ভারত, দেখুন অন‍্যান‍্য দেশের হাল

আজ ভারতের নাম সেইসব দেশের লিস্টে উঠে গেছে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে ইন্টারনেট ব‍্যবহার করা হয়। ভারতে যত দ্রুত গতিতে ইন্টারনেট ইউজারদের সংখ্যা বেড়েছে তার থেকেও দ্রুত বেড়েছে ইন্টারনেট খরচের পরিমাণ। কিছু দিন আগে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের একটি রিপোর্ট থেকে জানা গেছে মোবাইল ডেটা ব‍্যবহারের দিক থেকে ভারতীয়রা সবচেয়ে এগিয়ে। কিন্তু জেনে অবাক হবেন সেই মোবাইল ডেটা স্পীডের দিক থেকেই আবার ভারত বেশ কিছু অন‍্যান‍্য দেশের থেকে পিছিয়ে আছে। 

Exclusive : কমতে চলেছে Samsung ফোনের দাম, দীপাবলির আগে আসবে এই অফার

স্পীডটেস্ট কোম্পানি Ookla একটি নতুন স্পীডটেস্ট গ্লোবাল ইন্ডেক্স রিপোর্ট জারি করেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে গোটা বিশ্বের মোবাইল ইন্টারনেট স্পীড 21.4 শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন‍্যদিকে ব্রডব্যান্ড স্পীডের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 37.4 শতাংশ। কিন্তু এর পরেও ভারতের ইন্টারনেট স্পীড বিশ্বের গড় ইন্টারনেট স্পীডের তুলনায় অনেক কম। 

রিপোর্টে বলা হয়েছে ভারতে মোবাইল ব‍্যবহারের ক্ষেত্রে 16.3 শতাংশ ইয়ার অন ইয়ার (Year On Year) বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আবার ভারতে ফিক্সড ব্রডব্যান্ড স্পীডের ক্ষেত্রে 28.5 শতাংশ বৃদ্ধি দেখা গেছে। এই লিস্টের নাম্বার ওয়ান পজিশনে আছে সিঙ্গাপুর। 

এখন সস্তা ফোনেও চলবে 5G, বদলে যাবে স্মার্টফোন জগত

সিঙ্গাপুরে ফিক্সড ব্রডব্যান্ড স্পীডে 5.6 শতাংশ বৃদ্ধি দেখা গেছে। আবার সাউথ কোরিয়াতে মোবাইল ডাউনলোড স্পীড 165.9 শতাংশ বেড়েছে। এশিয়ার অন‍্যান‍্য দেশের ইন্টারনেট স্পীড সম্পর্কে বললে জাপান এই দিকে সবার থেকে এগিয়ে। 

Ookla এর রিপোর্ট অনুযায়ী জাপানে গড়ের থেকেও বেশি মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড স্পীড দেখা গেছে। অন‍্য দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ইন্টারনেট স্পীড বিশ্বের গড় স্পীডের চেয়েও কম। রিলায়েন্স জিও টেলিকম জগতে আসার পর থেকেই ভারতে ইন্টারনেট ইউজারদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এরপরেই ভারত বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব‍্যবহারকারী দেশগুলির লিস্টে নিজের জায়গা করে নিয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here