এখন সস্তা ফোনেও চলবে 5G, বদলে যাবে স্মার্টফোন জগত

এবছর অর্থাৎ 2019 সাল স্মার্টফোনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে প্রমাণিত হয়েছে। গত বছর যেখানে 4জি নেটওয়ার্ক এবং 4জি এলটিই সাপোর্টেড স্মার্টফোন বাজারে এসেছিল সেখানে দাঁড়িয়ে এবছর এই ফিচার সস্তা স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে। সস্তা 4জি ফোনের সঙ্গে সঙ্গে এবছর 5জি সাপোর্টেড স্মার্টফোন‌ও চলে এসেছে। যদিও এই 5জি স্মার্টফোন ফ্ল‍্যাগশিপ সেগমেন্টেই এসেছে যার দাম‌ও যথেষ্ট বেশি। কিন্তু এখন খুব তাড়াতাড়ি 5জি সাপোর্টেড সস্তা স্মার্টফোন‌ও বাজারে আসতে চলেছে। 

লঞ্চ হলো Nokia 110, Nokia 800 Tough এবং Nokia 2720 Flip, প্রতিযোগিতায় পড়তে পারে JioPhone

মোবাইল চিপসেট নির্মাণকারী বিখ্যাত টেক কোম্পানি Qualcomm আন্তর্জাতিক টেক মঞ্চে তাদের নতুন চিপসেট পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Snapdragon 700 সিরিজের একটি নতুন চিপসেট অফিসিয়ালি পেশ করা হয়েছে যা 5G Baseband সাপোর্ট করে। এই নতুন চিপসেট পেশ করার সঙ্গে সঙ্গে কোয়ালকম অফিসিয়ালি বলে দিয়েছে যে তারা কম দামের চিপসেট আনতে চলেছে যা 5জি সাপোর্ট করবে। 

5জি কানেক্টিভিটি ও সাপোর্টযুক্ত চিপসেট কোয়ালকমের Snapdragon 700 ও Snapdragon 600 সিরিজে পাওয়া যাবে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 800 সিরিজের স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট 5জি সাপোর্ট করে যা হাইএন্ড ডিভাইসের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু স্ন‍্যাপড্রাগন 700 এবং 600 সিরিজের 5জি সাপোর্টেড চিপসেট মিড রেঞ্জ ডিভাইসের জন্য বানানো হবে এবং এই 5জি চিপসেটযুক্ত স্মার্টফোন‌ও অপেক্ষাকৃত কম দামে পেশ করা হবে। 

লঞ্চ হলো Nokia 7.2 এবং Nokia 6.2, দেখে নিন ফোনদুটির লুক, স্পেসিফিকেশন এবং দাম

12টি ব্র‍্যান্ড আনবে সস্তা স্মার্টফোন
খুব স্বাভাবিক ভাবেই যদি সস্তা দামে 5জি স্মার্টফোন পাওয়া যায় তবে বেশিরভাগ ইউজার এই নতুন টেকনিক উপভোগ করতে চাইবেন। তাই স্মার্টফোন ব্র‍্যান্ড ও কোম্পানিগুলিও পিছিয়ে থাকবে না। রিপোর্ট থেকে জানা গেছে 12টি ব্র‍্যান্ড 5জি সাপোর্টেড Snapdragon 700 এবং 600 সিরিজের চিপসেটের জন্য কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়েছে। এই কোম্পানিগুলির মধ্যে Oppo, Realme, Vivo, Motorola, HMD Global এবং LG Electronics অন‍্যতম। এই ব্র‍্যান্ডগুলি আগামী বছর অর্থাৎ 2020 সালের শুরু থেকেই তাদের সস্তা স্মার্টফোন বাজারে আনতে চলেছে। 

5জির সঙ্গে থাকবে এইসব বিশেষ ফিচার
কোয়ালকম এখনও পর্যন্ত Snapdragon 700 ও Snapdragon 600 সিরিজের চিপসেটের নাম ঘোষণা করেনি এবং এই টেকনিকের বিশেষত্ব সম্পর্কেও সবিস্তারে কোনো তথ্য জানায়নি। তবে কোয়ালকমের দাবি অনুযায়ী আগামী চিপসেট 5জি ফাংশনযুক্ত system-on-chip ইন্টিগ্রেটেড চিপসেট হবে যা প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ রিজন এবং গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে সক্ষম হবে। কোম্পানির তথ্য অনুযায়ী Snapdragon 700 সিরিজের 5জি চিপসেট 7 ন‍্যানোমিটার টেকনিকে প্রসেস করবে এবং নেক্সট জেনারেশন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনের সঙ্গে কাজ করবে। কোয়ালকমের কথায় এই স্ন‍্যাপড্রাগন চিপসেট এলিট গেমিং চিপসেটযুক্ত হবে। 
12 জিবি র‍্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে

এই প্রসঙ্গে জানিয়ে রাখি কয়েক দিন আগে বার্লিনে আয়োজিত IFA 2019 ইভেন্টের মঞ্চে Samsung তাদের 5G চিপসেট লঞ্চ করবে যা Exynos 980 নামে বাজারে আনা হবে। এছাড়া Huawei ও তাদের 5G সাপোর্টেড সবচেয়ে শক্তিশালী চিপসেট Kirin 990 আন্তর্জাতিক মঞ্চে পেশ করে দিয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here