14 সেপ্টেম্বর লঞ্চ হবে Apple iPhone 13 সিরিজ, ঘোষণা করলো স্বয়ং কোম্পানি, আসছে এই আইফোন মডেল‌ও

Apple বছরে একবার‌ই নিজের মোবাইল ফোন লঞ্চ করে আর সেই নির্দিষ্ট ডিভাইসের মূল্য টেক মার্কেটে রাজ করে। এইবার কোম্পানি iPhone 13 series নিয়ে আসবে আর এর অপেক্ষা বহু লোকে করছে। এই অপেক্ষা‌র অবশান করতে অ্যাপেল আধিকারিক ভাবে ঘোষণা করে দিয়েছে যে কোম্পানি নিজের আইফোন 13 সিরিজ আগামী 14 সেপ্টেম্বরে টেক মঞ্চে পেশ করবে। এই সিরিজে iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro আর iPhone 13 Pro Max লঞ্চ করতে পারে কোম্পানি।

iPhone 13 series লঞ্চ ডিটেইলস

Apple আধিকারিক ভাবে অ্যানাউন্স করে দিয়েছে যে আইফোন 13 সিরিজ আগামী 14 সেপ্টেম্বর টেক মঞ্চে প্রবেশ করবে। কোম্পানি এই লঞ্চ ইভেন্টকে ‘Apple Event’ এর নাম দিয়েছে। এই বড়ো প্রোগ্রাম‌টি ক‍্যালিফোর্নিয়াতে অবস্থিত অ্যাপেল পার্কে আয়োজিত হবে যা 14 সেপ্টেম্বর 10:00 a.m. PDT তে শুরু হবে। এই সময়টি ভারতীয় সময় অনুযায়ী রাত 10 টা 30 এ শুরু হবে। অ্যাপেল এই লঞ্চ ইভেন্ট‌কে লাইভ স্ট্রিমিঙের মাধ্যমে দেখাবে যার প্রসারন ভারতেও হবে। iPhone 13 series এর এই Apple Event কে কোম্পানির আধিকারিক ওয়েবসাইটে দেখা যাবে।

করা হবে বড়ো ঘোষণা‌

অ্যাপেল 14 সেপ্টেম্বর হতে চলা এই ইভেন্টের তথ্য দিয়ে দিয়েছে কিন্তু কোম্পানি এটি বলেনি যে এই বড়ো ইভেন্টের মঞ্চ থেকে কি বড়ো অ্যানাউন্সমেন্ট করা হবে কিন্তু মিডিয়া রিপোর্ট আর লিক রিপোর্ট অনুযায়ী এই বছর আইফোন 13 সিরিজে iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro আর iPhone 13 Pro Max মডেল পেশ করতে পারে।

Apple iPhone 13 series ছাড়া শোনা যাচ্ছে যে 14 সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্টের সময় কোম্পানি Apple Watch Series 7 কেও পেশ করতে পারে। এই আগামী অ্যাপেল ওয়াচের ফিচার‌ও ইন্টারনেটে লিক হয়ে গেছে। আবার এর সাথেই জুন মাসে আয়োজিত হ‌ওয়া WWDC 2021 ইভেন্টের মঞ্চে অ্যাপেল iOS 15 কেও পেশ করেছিল, এই নতুন আইওএস ভার্সন 14 সেপ্টেম্বর আধিকারিক ভাবে রোল‌আউট করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here