Exclusive : 4 নয়, ভারতে লঞ্চ হবে Realme 5, Realme 4 এর লিক হ‌ওয়া বক্স ফেক

Realme আজ ভারতে তাদের দুটি নতুন স্মার্টফোন Realme X ও Realme 3i লঞ্চ করেছে। একদিকে যেমন Realme X হাইএন্ড ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে তেমনই অন‍্যদিকে আবার লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে Realme 3i স্মার্টফোন। এই ফোনদুটি আগামী সপ্তাহ থেকে ভারতে সেল করা শুরু হবে। এছাড়াও খুব তাড়াতাড়ি ভারতে “Realme 5” নামে একটি নতুন ডিভাইস লঞ্চ করা হবে। Realme এর প্রোডাক্ট লঞ্চের সময় আমরা খবর পেয়েছি আগামী দীপাবলির আগেই কোম্পানি ভারতে তাদের Realme 5 স্মার্টফোন লঞ্চ করে দেবে।

4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হলো Realme 3i, Xiaomi এর লো বাজেট স্মার্টফোনের জন্য কড়া প্রতিযোগিতা

আমরা Realme 5 সম্পর্কে এই খবর স্বয়ং কোম্পানির এক উচ্চপদস্থ কর্মচারীর থেকে জানতে পেরেছি। তাঁঁর কথা অনুযায়ী কোম্পানি আগামী দিনে তাদের ভারতীয় পোর্টফোলিওতে আরও নতুন ও আধুনিক ডিভাইস যোগ করতে চলেছে। এই উদ্দেশ্য নিয়েই কোম্পানি Realme 5 ফোনটি নিয়ে কাজ করছে এবং আশা করা হচ্ছে এই বছরের তৃতীয় তিনমাসে দীপাবলির আগেই ফোনটি ভারতে চলে আসবে। তিনি আরও জানিয়েছেন বর্তমানে Realme 4 এর যে বক্সটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেটি আসল নয়। কোম্পানি এই ফোন বা ফোনের বক্স কোনোটিই তৈরি করেনি।

Realme 3i
আজ‌ই লঞ্চ হ‌ওয়া Realme 3i ফোনটিতে 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 সহ পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনেেেরর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য Realme 3i তে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভারতে এলো Realme X! পপ আপ সেলফি ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 8 জিবি র‍্যামের সঙ্গে দাম শুরু মাত্র 16,999 টাকা থেকে

Realme 3i একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যার দাম রাখা হয়েছে 7,999 টাকা। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। এই ফোনটি ডায়মন্ড ব্লু, ব্ল‍্যাক ও রেড কালার ভেরিয়েন্টে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Realme X
ভারতে Realme X এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটির দাম যথাক্রমে 16,999 টাকা ও 19,999 টাকা। এই ফোনে 6.53 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনিক যোগ করে বাাজারে লঞ্চ করা হয়েছে। Realme X ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 সহ পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 10 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 এস‌ওসি চিপসেটে রান করে।

বজায় আছে Xiaomi এর প্রতিপত্তি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেল Redmi 7A

সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য VOOC ফ্ল‍্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 3,765 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে Realme X পোলার হোয়াইট ও স্পেস ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here